পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিবীক্ষণ-যন্ত্র। 8ථ ১ গ্রেন, য়্যাটোপাইন মিশ্রিত করিয়া, সলিউশন প্রস্তুত করতঃ পরীক্ষগীয় চক্ষুতে প্রদর্শন করা বিধেয়। সলিউশনের উগ্রতা ইছ অপেক্ষ অধিক হইলে, উহা রোগীকে কষ্ট প্রদান করিয়া থাকে; এবং কনীনিক পুনঃসস্কুচিত হইতেও অধিক দিবস লাগে। কোন কার্য্য-লিপ্ত বা কল্পকারী ব্যক্তির পক্ষে ইহাও বিবেচনা করা উচিত, যে, যত দিন পর্য্যন্ত য়্যাটোপাইনের গুণ র্তাহার চক্ষুতে কার্যকর থাকিবে, তত দিন পর্য্যন্ত তিনি লিখিতে বা পড়িতে অত্যন্ত কষ্টবোধ করিতে পারেন। যে সকল চক্ষ অক্ষিীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষিত হয়, তাহার অধিকাংশই ক্ষীণ-দৃষ্টির স্থল। সম্পূর্ণ অন্ধ অর্থাৎ দৃষ্টি-বিহীন স্থল অত্যপ মাত্র। ছাত্রদিগকে ইহ স্মরণ করিয়া দেওয়া উচিত যে, যে স্থলে একচক্ষু পীড়িত হইয়াছে ও উহার অস্বাভাবিক অবস্থা স্পষ্টই দৃষ্টিগোচর হইতেছে, সে স্থল ভিন্ন অন্যান্য স্থলে, উভয় চক্ষু পরস্পর তুলনা না করিয়া, পরীক্ষা-সিদ্ধ রোগ-নির্ণয়ের মত প্রকাশ করা কদাচ বৈধ নছে। উত্তমরূপে পরীক্ষা না করিয়া মত প্রকাশ করা, ও দ্বিতীয়বার পরীক্ষা করিয়৷ মত পরিবর্তন করা, চিকিৎসকের প্রতিপত্তি ও শিক্ষা-নৈপুণ্যের অনেক ব্যাঘাত জন্মাইয়ণ দেয়। র্তাহার প্রতি রোগীর ভক্তি কমিয়া যায়। অতএব পরীক্ষণ করিয়া চক্ষ স্ন যে অবস্থা দেখা যায়, তাহ! একখানি স্মরণ পুস্তকে লিগিয়া রাখা উচিত। ইহাতে আমাদের স্মরণ শক্তি বিলক্ষণ উদ্রিক্ত থাকে; এবং এই পরীক্ষণর্থি-ব্যক্তি পুনরাগত হইলে, রোগের উন্নতি বা অধোনতি বিলক্ষণরূপে বুঝিতে পারা যায়। প্রকৃত অধঃশিরঃ মুর্ত্তি (Actual inverted image) of: যখন রুত্রিম আলোক ব্যবহার করিতে হয়, তখন দীপ, রোগী এবং পরীক্ষক কিরূপ অবস্থানে অবস্থিত থাকিবে, তাহ পর পৃষ্ঠায় ৬ ঠ প্রতিকৃতিতে স্পষ্ট বুঝা যাইতেছে। রোগী ও পরীক্ষকের চক্ষ এবং আলোকের উৎপত্তি স্থান এক-সমতলে থাকা উচিত। আগর, রোগীর কর্ণের কিয়ৎ পশ্চাতে উক্ত দীপ সংস্থাপিত রাখা আবশ্যক। একজন সহকারী পরীক্ষকের পুশ্চাতে একখণ্ড বৃহৎ শ্বেতবর্ণ তাস, কিম্ব অন্য কোন সহজ দৃশ্য বস্তু, হস্তে করিয়া দণ্ডায়মান থাকিবেন, এবং রোগীকে উক্ত তাসের উপর পরীক্ষণীয় চক্ষু নিয়োজিত রাখিতে আদেশ করবেন। দক্ষিণ চক্ষ পরীক্ষণর নিমিত্ত পরীক্ষকের দক্ষিণ স্বন্ধের উপর, ও বাম চক্ষু পরীক্ষণর_নিমিত্ত বাম স্বন্ধের উপর উক্ত তাস ধরিতে হয়। এইরূপ করায়, রোগীর চক্ষু নাসগপাশ্বস্থ অপাঙ্গ দেশে তির্যকভাবে ঈষৎ বক্র হইয়া যায়, এবং অক্ষিীক্ষণ হইতে প্রতিফলিত তালোক-রশ্মি তাঙ্কণর অপ্টিক্‌ ডিস্কের (Optic disc ) orz *オsーーーrーせャマッl千ー・学マ ー せ-ー4. * இ.