পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুস্থ চক্ষুর আকৃতি। 8% করিবার এই প্রণালী দ্বারা তাহাও সুন্দররাপে পরীক্ষিত হইয়া থাকে.* অক্ষিবীক্ষণ-যন্ত্র দ্বারা সুস্থ চক্ষুর আকৃতি দর্শন। e ফণ্ডস্ বা চক্ষুর তলদেশের বর্ণ। —— ইউরোপবাসী লোকদিগ্রেহইতে ভারতবর্ষবাসী এবং অন্যান্য কৃষ্ণবর্ণ মনুষ্যদিগের চক্ষুর কণ্ডসের বর্ণ যে সম্পূর্ণ প্রতিম, এস্থলে প্রথমতঃ তদুল্লেখ করিতেছি। ভারতবর্ষবাসিদিগের কোরইডের ষটকোণ কোষসকল ঘোরপাটল ব1.কৃষ্ণবর্ণ দ্বারা পরিপূর্ণ থাকায়, তত্রত্য রক্তবহ নাড়ী-নিৰ্মাণ কলুষিত হইয় পড়ে; সুতরাং উহাদিগের চক্ষর তলদেশ ঈষৎপাটল পাংশুবর্ণ দেখায়। ইউরোপবাপিদিগের কেণরইডের রক্তবহী-মণ ড্ৰী সকল হইতে আলোক প্রতিফলিত হওয়ায়, উহাদের ফণ্ডসের বর্ণ কমলালেবুর বর্ণের ন্যায় বোধ হয়। অপিচ, কেশরইডের কোষ ও ষটকোণ কোষের মধ্যস্থ বর্ণের গাঢ়তা বা গভীরতানুসারে, ব্যক্তি বিশেষে চক্ষুর তলদেশের উক্ত বর্ণেরও বিভিন্নত ঘটিয়া থাকে। বাঙ্গালিরা কিঞ্চিৎ সুন্দর বলিয়া, অক্ষিবীক্ষণ দ্বারা পরীক্ষা করিলে, উহাদের চক্ষর ফণ্ডস পাংশুবর্ণ দেখায়। কিন্তু কৃষ্ণবর্ণ দক্ষিণত্যবাসিদিগের ফণ্ডস প্লায়ই কৃষ্ণবর্ণ। এইরূপ ইউরোপবাসিদিগের পক্ষেও পরস্পর প্রভিন্ন। উদীচ্যদেশবাসী পটলবর্ণ স্বল্প কেশধারী ব্যক্তিদিগের ফণ্ডস উজ্জ্বল স্কালে টু বর্ণ বিশিষ্ট। উহাদিগের চক্ষুতে বর্ণকেশষের অসদ্ভাব থাকায়, কোরইডের বৃহত্তর রক্তবহা-নাড়ী সকল স্পষ্টরূপে দেখিতে পাওয়া যায়। কিন্তু কৃষ্ণচন্তু স্পেন্ন ও ইটালীবাসিদিগের ফণ্ডস অপেক্ষণকৃত কৃষ্ণবর্ণ ও বস্তুতঃ প্রণয় ভারতবর্ষবগসিদিগের ন্যায়। সচরাচর ইহাও দেখিতে পাওয়া যায়, যে, এতদেশবাসী কোন২ ব্যক্তির চক্ষর ফণ্ডস্ ইউরোপবাসিদিগের ন্যায় গাঢ় লোম্বিত বর্ণ। কিন্তু উহাদিগের রেটিনার রক্তবহণ-নাড়ী সকল আরক্তিম থাকায়, এবং ষটুকোণ-কোষ সকলের অসদ্ভাব প্রযুক্ত, কেণরইড হইতে কিয়ৎ পরিমিত রশ্মি প্রতিফলিত হইয়া, অপরক্তিম রেটিন হইতে প্রতিফলিত রশ্মির সহিত সমবেত হয়; তাহাতেই উহাদের চক্ষর ফণ্ডস লোহিতবর্ণ দেখায়। এই সকল অবস্থায় অন্যান্য পরিবর্তন সকলও প্রত্যক্ষীভূত হইয়া, আমাদিগকে রোগের প্রকৃতি অনুভব করিয়া দেয়; সুতরাং এস্থলে ভদ্বর্ণনার কোন প্রয়োজন বোধ হইতেছে না। পুর্ব্বেই বলা গিগাছে, যে ভারতবর্ষবাসিদিগের মুস্থ-চক্ষুর ফণ্ডস সর্ব্বতঃ ঈষৎপাংশু পাটলৱর্ণ। উহা স্থিতিস্থt

  • যে গৃহে অক্ষিবীক্ষণ যন্ত্র দ্বারা চক্ষু পরীক্ষণ করা যায়, তাহ অন্ধকারময় হওয়া BBBBB BBS BB BBBB BBBB BB BBS BBB BBS BDD DDBBDD

পরিবর্তে হর্য্যের জালোক দ্বারাও পরীক্ষণ করা যাইতে পারে, কিন্তু তাহার প্রণালী কিঞ্চি ৎ বিভিন্ন।