পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b. অক্ষিবীক্ষণ-যন্ত্র। পক স্তরের এবং কোরইডের বর্ণকোষ সকলের উপর সম্পূর্ণ নির্ভর করে। রেটিনার যে অংশ, তাহার রক্তবহা-নাড়ী সকল এবং তাপ্টিক ডিস্ক দ্বারা অপবদ্ধ, কেবল তথায় উক্তরূপ বর্ণ দেখিতে পাওয়া যায় না। অন্য পক্ষে, শ্বেতবর্ণ মনুষ্যের চক্ষর ফণ্ডস্থ অক্ষিবীক্ষণ দ্বারা দেখিলে, উজ্জ্বল লোহিত বর্ণ দেখায়। তাহার কারণ, আলোকরশ্মি উহাদের রক্তবহানাড়ী সংশ্লিষ্ট কেণরইডে পতিত হয়; এবং উহাদের ষটকোণ কোষ সকলে বর্ণ অত্যপ মাত্র থাকে, কিম্বা কিঞ্চিৎ মাত্রও থাকে না। রেটিনার রক্তবহা-নাড়ী সকল অপ্টিক ডিস্ক অতিক্রম করিয়াই চতুর্দিগে শাখ। প্রশাখায় বিস্তৃত হইতেছে। রেটিনার যে স্থানকে ম্যাকিউল। লিউটিয়া কহে, কেবল সেই স্থানই উক্ত রক্তবহা-নাড়ী বিহীন; উহার নিম্ন ও উৰ্দ্ধ সকলfদকেই ঐ সকল নাড়ী প্রধাবিত আছে। ভারতবর্ষীয় দিগের চক্ষ পরীক্ষা করিলে, এই স্থানের অবস্থ। সচরাচর পরিজ্ঞাত হওয়া যায় না। উহা ঘোর রক্তবর্ণ বলিয়। বোধ হয়; এবং উহার কেন্দ্রস্থলে শ্বেতাভ একটা ক্ষুদ্র চিত্ন মাত্র দৃষ্ট হয়। কিন্তু, কটু-চক্ষু অর্থাৎ ইউরোপীয়দিগের ম্যাকিউল নিউটিয়া উজ্জ্বল রক্তবর্ণ; উহাদের ফোরামেন সেcÈH (Foramen centrale ) * R cos-Frēze ziĝis zā পুর্ব্বেই উল্লিখিত হইয়াছে, যে, বাঙ্গালিদিগের সুস্থ-চক্ষুর স্কুরোটিক অক্ষিবীক্ষণ দ্বারা দেখিতে পাওয়া যায় না। কারণ, উহাদের কোরইড় ষটকোণ-কোষ সবল দ্বারা সর্ব্বতোভাবে আগরত হইয়া, উক্ত বর্ণকোৰ সকলের সহিত একত্রে, স্কারোটিক্‌কে নিঃসন্দেহ অধিবতররূপে লুক্কায়িত রাখে। কিন্তু অপ্টিক্‌ ডিস্কের পক্ষে এইরূপ সিদ্ধান্ত করা ঘীয় না। উহার উপরিভাগে বর্ণকোষ নাই। যে সকল নিৰ্মাণ অর্থাৎ অপ্টিক্‌ ডিস্কের কৈশিক রক্তবহা-নাড়ী ও স্নায়ু-সূত্র, ল্যামিন ক্রিব্রোজ। আচ্ছাদন করিতেছে, এই অপ্টিক্‌ ডিস্ক সেই সকল নিৰ্মাণ হইতেই বর্ণ প্রাপ্ত হইয় থাকে। ল্যামিন ক্রিত্রে (জার স্বত্র সকল হইতে উহাতে আtলোক প্রতিফলিত হয়। “ল্যামিনার স্বত্রমণ ঝিল্লীর বর্ণ ও ল্যামিনীর মুখদ্বার সকলে (Opening) অবস্থিত নার্ভ টিউবিউলসের বর্ণ, পরস্পর প্রভিন্ন বলিয়া, আমরা কখনই উক্ত স্বায়ুর ঠিক কেন্দ্রস্থলে, যেখানে প্রাস্তাভিমুখীন সূত্র সকল পরস্পর পৃথগভুত থাকিয় ল্যামিনীকে অনারত করিতেছে, ঠিক সেই স্থলে ভিন্নং বর্ণে চিত্রিত চিত্ন সকল দেখিতে পাই” অপটিক ডিস্ক বা অপটিক প্যাপিলা —যাহাকে অপ্টিক ডিস্থ বা অপ্টিকু প্যাপিলা কহে, তাহ চক্ষুর মেৰুদণ্ডের ই. ইঞ্চ পরিমিত অন্তরে অন্তর্ব্বত্তী আছে। অক্ষিত্রীক্ষণ দ্বারা পরীক্ষণ করিবার সময়, প্রথমে এই স্থানই স্বভাবতঃ দশকের দৃষ্টি আকর্ষণ করে। সুস্থ প্যাপিল৷