পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিকোটরীয় উদ্বৰ্দ্ধন এবং অর্বুদ সকল। ৭৭ ঐ স্ফোটকের মুখ, নাসগপাশ্বাস্থ অপাঙ্গের নিম্নভাগে হইয়াছে। এই হেতু স্ফীতপ্রদেশ অনেকবার বিদ্ধ করাতে, তথা হইতে পুয় নির্গত ন’ হইয়া, কোমল লালাবৎ একরূপ তরল পদার্থ নির্গত হইয়াছিল। অপিচ এই টিউমার একদিকে অক্ষিগোলকে প্রতিচাপ এবং অন্যদিকে নাসারন্ধকে প্রতিরোধ করিয়া, ক্রমশঃই বৰ্দ্ধিত হইতেছিল। উহার আবরক চর্ম্ম পাংশু ক্তবর্ণ হইয়াছিল; এবং উহাতে সাগুদণনার ন্যায় ক্ষুদ্রং চিত্ন সকল প্রকা শিত হইয়ণছিল। o কিছুকাল পরে ক্যারস্থলের পরিধিভাগে একটী ক্ষতস্থল প্রকাশিত হইয়াছিল। উহুল হইতে সহজেই রক্তস্ৰণব হইতে লাগিল এবং তাহতেই রোগীর কিঞ্চিৎ কষ্টণবসান হইয়াছিল। কিন্তু উক্ত অস্বাস্থ্যজনক পদার্থ ੇ অt ণরে পুনর্বদ্ধিত হওয়াতে, পুনরায় সমধিক যন্ত্রণ। উদ্রিক্ত ब्न! নিষ্টীর হলুক সাহেব এই অস্বাস্থ্যজনক স্তুপের কিঞ্চিৎ অবশিষ্ট না রাথিয, উহাকে একেবারেই সমূলকর্ত্তন করিয়া ফেলিলেন। উহা নিম্নদিকে য়্যান্টম ( Antrum ) ও পশ্চাৎ দিকে বাম নাসারন্ধ, পর্যন্ত বিস্তৃত হইয়া, পোষ্টেরিয়র নেরিস বা পশ্চাদ্ব ত্তী নাসারন্ধের অভ্যন্তর দিয়া, ফেরিঙ্গসের ( Pharynx ) ভিতর প্রপণবিত হইয়ছিল; সুতরাং ম্যাকডিলিক্ষ্মণী অস্থির অধিকাংশ, বীণ সুনাসিকাস্থি ( Left nasal bone ) এবং এথমইড ( Ethmoid ) অর্থাৎ শতপোনকাস্থির পার্শ্ব-স্তুrt (Lateral mass ) offস্তও কর্তিত করিয়! ফেলতে হইয়াছিল। এই টিউমারে ইপিখিলীয়্যাল রোগের সমুদায় প্রকৃতি প্রকাশিত আছে वह्निव! तूंश् श्ळैयiछ्लि। সান্নিধ্যবর্তী লিম ফ্যাটিক্‌ ( Lymphatics ) বা লসীক গ্রন্থি সকল আক্রান্ত হইয়াছিল; এবং গ্রীবাদেশেও রোগের পুনরাবির্ভাব হুইল। পরিশেষে অস্ত্র করিবার আট মাস পরে রোগীর মৃত্যু হইয়াছিল। মেলানোলিস্ ( Melanosis ) —মেলানোসিস( মেলানোইণ্ড ক্যানসার ) কখনই অক্ষি কোটরাভ্যন্তরস্থ পদার্থ সকল পীড়িত করে। ডাক্তার মেকেঞ্জি সাহেব এই রোগের দুইটী উদাহরণ মাত্র বর্ণনা করিয়াছেন। এই মেলানোইল্ড ক্যানসার, শরীরের অপরাপর অঙ্গ প্রত্যঙ্গে আবির্ভূত হইলে, যেরূপ গতিমুখে নিকটস্থ অস্থি ও অন্যান্য নির্ম্মণণ সকলকে পীড়িত করতঃ প্রকাশিত হয়, অক্ষিকেটের সম্বন্ধেও তদ্রুপ * উল্লিখিত স্কিরস রোগাক্রান্ত ব্যক্তির কিছুদিন পরে মেলানেটিক

  • Case in point by Mr. J. Z. Laurence: Transactions of mathologicai Society of London, vol. xvi. p. 235.