পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষিকোটরের রোগাবলি مياه টিউমারাক্রান্ত দ্বত্রিংশবর্ষ বয়স্ক শেখ দালু নামক এক ব্যক্তি ( নং ৫৬৮, খুঃ. ১৮৬৭ অব্দ ) অক্ষিচিকিৎসালয়ে চিকিৎসার নিমিত্ত অগসিযtfছল। এই ব্যক্তি বলিল যে, প্রায় চারি বৎসর বিগত হইল, তাহীর বাম চক্ষুর নাসাপাঙ্গদেশের নিকট হইতে, একটা টিউমার নিষ্কাশিত করা হইয়াছিল। যাহা হউক, এই অস্বাস্থ্যজনক পদার্থোৎপত্তির কোন অনুসন্ধান পাওয়া যায় নাই। অস্ত্র করিবার একবৎসর পরে, তার একটা টিউমার ঠিক সেইস্থানে উৎপন্ন হইয়াছিল। উহাতে তাহার কোনরূপ কষ্ট ছিল না, তবে ঐস্থান অল্প কণ্ড,য়িত হইত মাত্র। ৯ ম, প্রতিকৃতি। এক্ষণে অক্ষিগোলকের নাসাপাঙ্গদিকে একটী অস্বাস্থ্যজনক পদার্থের উদ্বদ্ধন দৃষ্ট হইল ( ৯ ম প্রতিরুতি ) ৷ বাস্তবিক উহা গভীররূপে সংলগ্ন হইয় অবস্থিত হইয়াছিল। উহা স্পর্শ করিলে কঠিন বোধ হইত; কিন্তু উহীর চর্ম্ম অণক্রান্ত হয় নাই। বামপক্ষিগোলক প্রকৃত স্থান হইতে বহির্দিকে (কর্ণদিকে ) এক ইঞ্চি পরিমিত স্থানান্তরিত হইয়া, প্রায় এক ইঞ্চি বহির্গত হইয়াছিল। কিন্তু তত্রাচ উহা দক্ষিণ চক্ষুৰু সহিত যুগপৎ সমগতিশীল ছিল। নিকটস্থ বা দূরস্থ কোন পদার্থ দৰ্শন করিতে তাহীর দৃষ্টির কোনরূপ হানি হয নাই। রোগীর শারীরিক স্বাস্থ্যের ব্যtঘাচ ব! গ্রীব-গ্রন্থির স্থহত্তত দেখিতে পাওয়া যায় নাই।