পাতা:অগ্নি-বীণা - নজরুল ইসলাম -দ্বিতীয় সংস্করণ.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অগ্নি-বীণা

ঝামর তাহার কেশের দোলার ঝাপ্‌টা মেরে গগন দুলায়
সর্ব্বনাশী জ্বালা-মুখী ধূমকেতু তার চামর ঢুলায়!
বিশ্বপাতার বক্ষ-কোলে 
রক্ত তাহার কৃপাণ ঝোলে
 দোদুল দোলে!
অট্টরোলের হট্টগােলে স্তব্ধ চরাচর—
 ওরে ঐ স্তব্ধ চরাচর!
তােরা সব জয়ধ্বনি কর্!
তোরা সব জয়ধ্বনি কর্!!

দ্বাদশ রবির বহ্নি-জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়,
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়! 
বিন্দু তাহার নয়ন-জলে
সপ্ত মহাসিন্ধু দোলে 
কপােল-তলে! 
বিশ্ব-মায়ের আসন তারি বিপুল বাহুর পর—
হাঁকে ঐ “জয় প্রলয়ঙ্কর!”
তােরা সব জয়ধ্বনি কর্!
তােরা সব জয়ধ্বনি কর্!!

মাভৈঃ মাভৈঃ! জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
জরায়-মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ঐ বিনাশে!
এবার মহা-নিশার শেষে
আস্‌বে উষা অরুণ হেসে
 করুণ বেশে!