পাতা:অজীর্ণতা প্রতিকার ও ব্যবস্থা.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՖ8 अजौ*ङ । থাকে যে, উহ! আবার অক্টের সাহায্যে বন্ধ করা প্রয়োজন হইয় উঠে। অন্ত্রের এই অতিরিক্ত छेहखन्छनांदइ इहे८ठहे कठेिन ७ला- জোলাপের পরিণাম উঠা পীড়া উপস্থিত হইতে দেখিয়াছি। অতএব অযথা জোলাপ লইয়া, মুস্থ শরীরকে ব্যস্ত করিবার প্রয়োজন দেখি না ; তবে যদি উহার একান্তই আষপ্তকতা বোধ কর, তাহা হইলে মীসারিণ Glycerine সহ জল মিশ্রিত করিয়া, তাহার পিচকারী অথবা কেবল মাত্র ঈষদুষ্ণ জল কিৰা সাবানগোলা জল দিয়া পিচকারী করাইয়া দিতে পার। কিন্তু এই ব্যবস্থাও যেন ঘন ঘন করা না द। श् বিরেচক স্বরূপ রাত্রিতে এক পোয়া দুষ্কের সহিত সামান্ত কিসমিস, অথবা মনক এবং শুষ্ক গোলাপের পাতা কয়েকটা সিদ্ধ করিয়া খাইলেই, পর দিবস প্রাতে সুন্দর ভাবে কোষ্ঠ পরিস্থত হইতে দেখা গিয়াছে। উগ্র ঔষধাদি সেবনে অস্ত্রকে অতিশয় উত্তেজিত না করিয়া, আমাদের ব্যবস্থা মত কোষ্ঠবদ্ধতার প্রতিষেধক অনুষ্ঠান গুলি এবং প্রকৃতই উহা উপস্থিত হইয়া ক্লেশদায়ক হইতেছে বুঝিতে পারিলে "এনিম৷” অর্থাৎ মিসারনাদির সামান্ত পিচকারী ব্যবহার করিলে, প্রায়স্থলেই মুফল উৎপন্ন হইতে দেখিবে। মাসে ২৩ বার জোলাপ ব্যবহার করা অভ্যাসযুক্ত অনেকে, জামাদের এই ব্যবস্থামত চলিয়া ঐ কু অভ্যাস একেবারে পরিত্যাগ করিতে সমর্থ হইয়াছেন । এখন জার কোষ্ঠবদ্ধতার জন্যও উঁাহার কোন ক্লেশ উপলব্ধি করেন না জানিতে পারিয়াছি।