পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెసా বঙ্গদেশের প্রাচীনেতিহাস tr সুপ্রেমকোর্ট স্থাপিত হয়, এবং ক্রমশঃ বঙ্গদেশ ২২জেলায় তিন খণ্ডে বিভক্ত হয়, অর্থাৎ সূক্ষ্ম বিচার জন্য তিন প্রধান বিচার স্থান, যথা কলিকাতা, ঢাক, এবং মুরসিদাবাদ, হয় । ইং ১৭৯৩ সালে লর্ড কর্ণওয়ালিস আসিয়া নিয়ম, অর্থাৎ আইন, এৰং ভূম্যধিকারির সহিত চিরকালের নিমিত্ত রাজকর অর্থাৎ দশসাল বন্দোবস্ত হয়। পরং ক্রমশঃ সন্ধি এবং যুদ্ধদ্বার, নানা দেশ প্রাপ্ত হইয়া, এক্ষণে প্রায় তাবৎ ভারতবর্ষের অধিপতি, ইং ১৮২৭ সালে লার্ড এমের ত{ষ্ট দিল্লী গিয়া বাদসাহাকে পরি. স্কার কহিয়াছিলেন, যে এদেশ এক্ষণ ইংলণ্ডীয় বাদসাষ্টের অধীন, অতএব তিনি তৈমুরবংশীয় ভারতবর্ষের রাজাধিরাজ ইতি অভিমান ত্যাগ করুণ, তাহার পর ইং ১৮৩৫ সালে মুদ্র হইতে সাহ আলমের নাম তfাগ হইয়া কিং দি ফোর্থ অর্থাৎ চতুর্থ বাদসাহের প্রতিমূর্ত্তি সংস্থাপিত হয় । wপ্র কলিকাতার অন্তঃপাতি কয় জেলা এবং তাহার নাম কি। - উ নয় জেলা এবং নাম ১ সঙ্গর কলকাতার চতুঃপাশ্বের ৫৫ গ্রাম তাহার নাম হাওয়ালি ২ চব্বিশ পরগণ ৩ যশোর ৪ হুগলি ৫ নদীয় ৬ বদ্ধমান ৭ জঙ্গলমহল ৮ মেদিনীপুর ৯ কটক । - প্র । ঢাকার অন্তঃপাতি কয় জেলা এবং তাহার নাম কি । উ। ছয় তাহার নাম ১টাক জালালপুর ২মৈমনসিংহ ৩গ্রীহট ৪ৰাক্ষরগঞ্জ৫ ত্রিপুরা ৬ চট্টগ্রাম ইহা বীরেন্দ্রভূমির মধ্যে ৷ প্র। মুরসিদ্ধাৰাজ জেলার বিবরণ কি n ·