পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্র । জেল ঢাকার বিবরণ কি ৷ উ । এই জেলার উত্তর সীমা রাজসহী ও মৈমনসিংহ দক্ষিপ সীমা বাখরগঞ্জ, পূর্ব সীমা ত্রিপুর, পশ্চিম সীমা যশোম্বর ৩৮ বৎসর গত এই জেলার উত্তর ভাগ বিভাগ করিয়া বাখরগঞ্জ মামে এক নুতন জেলা স্থাপিত হইয়াছে,এজেলার লোকসংখ্যা ৮ লক্ষ তাঙ্গার iw হিন্দু ৮ বন ক্ষুদ্র নদী অনেক আছে কিন্তু প্রধান পদ্ম,হাছার জলে প্লাবিত হওয়াতে ভূমি উর্বর,উৎপন্ন ত্রৰ অধিক ধান,গুণক,বাঙ্গ, ডিমটি, ও খাসাবস্তু,প্রধান নগর ফরিদপুর, সেই বিচার স্থান । প্র মৈমনসিংহ জেলার বিবরণ কি । উ ! এজেলার উত্তর এবং উত্তর পশ্চিম সীমাগারোপব্বত ও রঙ্গ পুর জেলা,দক্ষিণ ও দক্ষিণ পর্ব্ব সীম ঢাকা ও ত্রিপুর জেলা পূর্ব সীমা গ্রীহট্ট পশ্চিম সীমা রাজসঙ্গী,এ:জলাও প্রায় ৩৫ কি ৩৬ ৰৎসর হইল স্থাপিত হইয়াছে, ই হার লোক সংখ; ১৩৬০০০s তাহার iw হিন্দু yযবন, নদী ব্রহ্মপুঞ্জের অসংখ্য খাল প্রতি বৎসর জলপ্লাবিত হয়, উৎপন্ন দ্রব্য বুকড়চাউল, আর সর্ষপ, প্রধান নগরের নাম বৈকুণ্ঠবাটি,সেরাজগঞ্জ, তাহ বাণিজ্য স্থান এবং বৈকুণ্ঠবাটি বিচার স্থান। প্র । খ্রীহট্ট জেলার বিবরণ কি !! উ। ইহার উত্তর ও পূর্ব ও দক্ষিণ পূর্ব ভাগে অনেক উচ্চ পর্ব্বত,দক্ষিণসীমাত্রিপুর,পশ্চিম সীমা মৈমনসিংহ,লোকসখf ৪ লক্ষ তাহার ৮হিন্দুtu যবন, উৎপন্ন দ্রব্য মিমভাগে ধান