পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাপাস লুগোধূমপর্ব্বতে মগুরু কমললেবু বনমধ্যে হস্তী ধরা গিয়াথাকে, নগর খ্রীহট্ট, আজমীরগঞ্জ, নদী মেঘন,সুরম পূর্ব্ব এজেলায় রাজকর কড়ি ছিলএক্ষণ মুদ্র প্রচলিত হইয়াছে এঞ্জেল অতি প্রশস্ত, অনেক পরগণ আছে । প্র । বাখরগঞ্জের বিবরণ কি ৷ উ। উত্তর সীম৷ ঢাক জালালপুর, পূর্ব সীমা মেঘনা, দক্ষিণ সীমাসমুদ্র, পশ্চিম সীমা যশোর, দক্ষিণে সাহাবাদপুর নামে এক উপদ্বীপ আছে, এজেলাও নূতন স্থাপিত হইয়ছে, লোক ংখ্যা ১২০০০০ লক্ষ, ভাঙ্গার ও হিন্দু ও যবন, প্রতি বৎসর জলপ্লাবিত হয়, বৎসরে দুইবার ধান হয়,প্রধান স্থান বরিসাল বাখরগঞ্জ, সুহামড়ী !! প্র । ত্রিপুর জেলার বিবরণ কি ! উ : উত্তর সীমা শ্রীহট্ট ও মৈমনসিংহ, দক্ষিণ সীম চট্টগ্রাফ ও সমুদ্র, পূর্ব্ব সীমা ত্রিপুর এবং বুন্ধরাজার অধিকার,পশ্চিম সীম মেঘনানদ,লোক সংখ্যাঅনুমান ৮ লক্ষ তাঙ্গার iw হিন্দু > যবন, উৎপন্ন দ্রব্যগুবাক, বাপ্ত কাপড়, প্রধান স্থান কুমিল্ল নুরনগর, লক্ষ্মীপুর, চাদপুর, এস্থানে মগের অসিয়া বাণিজ্য করে, এখানেও বন্যহস্তী ধর পড়ে, এদেশ যবনের অনেকপৰুে অধিকার করে, বিচার স্থান এবং রাজধানী কুমিল্লা। প্র । চট্টগ্রামের বিবরণ কি ৷ উ। উত্তর সীমাত্রিপুরার রাজার দেশ ও বন, পূর্ব্ব দক্ষিণ সীমাবোয়ান অর্থাৎমগের দেশ,পশ্চিমসীমা বাঙ্গালার অখাত্ত