পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৷ জাতি ৷ 母 প্র । ক্ষত্রিয় রাজার বুহ্মণকে এতদ্ধপ দান করিতেন ইহার কারণ কি ৷ উ। প্রথম সত্যযুগে ব্রাহ্মণই রাজ ছিলেন রাজ্য শাসনে বিবিধ উপদ্রব দেখয় সে ভার ক্ষত্রিয়কে দিয়া আপনার তপস্যায় রত হন তন্মধ্যে যেকেহ বিষয়েচ্ছক হইতেন।তিনি রাজশাসনের মধ্যে বিচার পতির ভারগ্রহণ করতেন আর বুঙ্গার বাক্য রক্ষণকে দান করিবেক । প্র। হিন্দুর মধ্যে কত জাতি আছে। উ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারি । প্র । ইহা ভিন্নতো অনেক জাতি দেখা যাইতেছে । উ। উক্ত চারি জাতি ভিন্ন আর তাবৎ বর্ণসঙ্কর অর্থাৎ এই চারি জাতি হইতে উদ্ভব । প্র । কি প্রকার বণসঙ্কর হইল । উ। বেনরাজা নাস্তিক স্বেচ্ছাচারী প্রজা সকলকে তক্রপ তাজ্ঞ। করেন তৎপুএ ধার্ম্মিক পণ্ডিত লইয়। বিচারাধীন প্রত্যেকের জন্ম বিবেচনানুসারে উচ্চ নীচ নান জাতি স্থিরকরত বিশেষ২ ব্যবসায় বিভক্ত এব^ নাম প্রদান করেন ৷ প্র । ক্ষত্রিয় ধর্ম্ম কি ৷ উ । রাজ্য শাসন এব^ যুদ্ধ। প্র । বৈশ্য ধর্ম্ম কি ! উ কৃষী এবং বাণিজ্য । প্র। শূদ্র ধর্ম্ম কি !