পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জুনোংগৰ চয় ॥ ও সাংসারিক নিত্যনৈমিত শ্রাদ্ধাদি কর্ম্ম সকল কি ? উ সাংসারিক নিত্যনৈমিতf শ্রদ্ধাদি কর্ম্ম যে সকল আন্থে জছ হব ই দেবাচ্চনার মধ্যে প্রকারাস্তুর মাত্র সকাম করিলে মরণাস্তুে স্বগ নিস্কাম কঃিলে চিত্তশুদ্ধির প্রতিকারণ }} প্র । নিত্যনৈমিত ক্রিয় এবং দেবাচ্চনা করিলে পর জন্ম মুখভোগ হইবেক ফল বুঝা গেল দুগ্ধজ্ঞান হইলে কি হইবেক । উ সদসও কর্মের ফলভোগ থাকিল জন্ম পরিগৃহের সম্ভাবম দেহু ধারণে দুঃখ মচে এবং সাংসারিক সুখ সে দুঃখ মিশ্রিত ব্রহ্মজ্ঞান হইল আর জন্ম হয় ন নিস্ত,যুথ প্রাপ্ত হয় । প্র । জ্যোতিষ শাস্ত্র কি ৷ উ খগোল বৃত্তান্ত চন্দ্র সূর্য নক্ষত্র ইত্যাদি তিথি ব ব্লগণনা। প্র । পৃথিবীর তাবদ্ধ্যাপার কি গণনা দ্বার নির্ণয় হয় । স্ট্র । অবিভকমিদং জগৎ স্থির কোন মতেই কেছ করিতে পারি কেক না স্থূল অনুমান মাত্র তাহাও বহুকাল পরে লক্ষণের ৰত্যয় কয় !! প্র । পৃথিবী কি ৷ উ স্মৃত্তিক এবং জল ঘটিত বস্তুলাকার। ইউরোপীয়ের উত্তর দক্ষিণকেন্সে কিছুচাপ যেমন বাভাবিলেবুর আকারকহেন প্র । পৃথিবী কি সংযোগে এবং কিসের উপর আছে ৷ উ সংযোগ পরমেশ্বর তাঁহার অধিষ্ঠাত্রী দেবতার নাম অন ম্ভদেব এবং জাকার সপের ন্যায় কম্পন, কলকথা শূন্য মধ্যেই