পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উ। বিস্তারত্ব নামে দ্রব্যের যে দ্বিতীয় গুণ সে এই যে কোন এক স্থানকে আশ্রয় করিয়া থাকে,তাহার দীর্ঘত,প্রশস্ততা,এবং গভীরতা অবশ্যই থাকিবেক, এই তিনকে বিস্তারত্বের পরিমাণ কহে । কোন দ্রব্যের কিম্বা স্থানের উদ্ধভাগ হইতে অধোভাগ গর্য্যন্ত যে পরমাণ,তাহাকে উচ্চত। কস্থা যায়,ওসার যে পরিমাণ তাহাকে প্রশস্তত কছা যায় !! প্র । আকার কি ! ! উ। দ্রব্যের আয়াতনের চতুদিগের যে সাম যে সেই বস্তুর আকার আকার শূন্য কোন দ্রব্য হয় না। প্র খণ্ডনীয়ত্ব কি ! উ বস্তু সকল অসংখ্যখণ্ডে বি গুপ্ত হইতে পারে এই যেগুণ, তাঙ্গর নাম খণ্ডনীয়স্থ,যেমন এক কণ বালুক দুই খং করিয়া তদুপযুক্ত অস্ত্র থাকিলে চারিখগু করা যায়,পরে তাঙ্গ পেষণাদি দ্বারা এরূপ সুগ্ধ করা যায় যে কেবল অনুভব মাত্র থাকে। অদ্ধ গের তুলাক সুত করলে পঞ্চশত ত্রশ লম্বা হইতে পারে । এককমন্স দলে কিঞ্চিৎ চিনি মিশ্রিত করলে সমৃদয় জল মিষ্ট ক্ষয় । এক কাচ পাত্রে জল রাখিয় তাড়াতে এক বিন্দু আলত। দিলে সমূদয় জল রক্তিমাবর্ণহয়। সেইৰূপ এক যুগন্ধ ভবের সিপি খুলিলে তাঙ্গার গন্ধ সমুদায় গৃহ পরিপূর্ণ হয়। ইহাতে এই অনুমান করিতে হইবেক যে ঐ সুগন্ধি দ্রব্যের পরমাণু নামিকায় সংলগ্ন ন হইলে গন্ধ পাওয়া যায় না, যেমন সৃস্ব। ফলের রস জুম্বার সংলগ্নর্যতিরেকে আস্বাদ গ্রহণ হয় না,তস্মাং বিবে