পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদার্থ বিদ্য । 敬° ভাস্কার দৃষ্টান্ত অঙ্গুলীর উপরএকবিন্দুজল রাখিলে ঐআকর্ষণ শক্তিতে সেই জলকে অঙ্গুলীর অগ্র ধারণ করিয়া রাখে এবং তাহার মধ্যে যত ক্ষুদ্র২ জলীয় পরমাণু থাকে,সে সকল পরমএকেও পরস্পর বন্ধ করিয়া রাখে । বস্তুর পরমাণু সকলের পর স্পর যত অধিক সংযোগ হয়, ততই তাহারদিগের আকর্ষণপ্রবল এনিমিত্তে দ্র দ্রব্যের আকর্ষণ অপেক্ষ কঠিন দ্রব্যর আকর্ষণ অধিক হয়,সূক্ষ্মপদার্থসকল যত পাতলা এবং লঘু হয়,ততই তাছা রদিগের পরমাণুর আকর্ষণশপ হয়,কারণ ঐসকল পরমাণু তৎ কালীন পরস্পর অত্যন্ত দূরে থাকে। বায়র ন্যায় যে সকল সূক্ষ্য পদার্থ আছে, তাহার দিগের পরমাণুর পরস্পর কিছুই মাকষণ নাই,কিন্তু অন্য২ দ্রব্যের ন্যায় বায়ুতেও সমুদয় গুণ আছে, অতএব বায়ু যে একেবারে আকর্ষণ শক্তি রহিত ইহ সম্ভব হয় ন, কিন্তু বায়ুর পরমাণু সকল পরস্পর অত্যন্ত দূরে থাকাতে ঠাচারা আকর্ষণ দ্বারা আকৃষ্ট হয় না,এবং মনুষ্যের বায়ুর পর মধু সকলকে চাপিয়া এৰূপে একত্রে মিলিত করিবার চেষ্ট। করিয়া ছিল,যে তাহারা যাহতে পরস্পর তাকর্ষণ দ্বারা আক্লষ্ট ষ্টইয়া বদ্ধ থাকে, কিন্তু তাহ। নিরর্থক হইয়াছে । নান; বস্তুতে নীল প্রকার তাকর্ষণ থাকাতে কোন বস্তু কঠিন ও কোন বস্তু কোমল হয়,তন্নিমিত্তে দ্রবন্দ্রব্য সকলেরে কেহ ঘন কেইবা জৱল হয়, কঠিন দ্রব্যই হউক অথবা দ্রব দ্রব্যই হউক, যাহার মধ্যে যত অধিক আকর্ষণ শক্তি থাকে সেই বস্তু তত ঘন জয়, যে শক্তি দ্বারাবন্তু সকল আপন২ শরীরের দ্রব্য পদার্থ ধারণ করে, পদার্থ