পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&• পদখি বিদ্যা। ধর্ণ দ্বারা আকৃষ্ট হইলে ঘাসের উপর বিলুং হয়,পরমেশ্বরের যত আশ্চর্য্য কীর্ত্তি আছে তন্মধ্যে সমবেত আকর্ষণের যে এক আশ্চর্য্য আর আছে তাহ বিস্মৃত হওয়া উচিত নহে,এইশক্তির স্বারা নলের মধ্যে দিয়া জল উচ্চ হইয় উঠে, কিন্তু যে সকল মলের ছিত্র এৰূপ সূক্ষ্ম হয় যে ঐ নলের মধেতে যে আকর্ষণ শক্তি আছে এবং জলীয় পরমাণুর পরস্পরযে আকর্ষণ আছে, ঐ দৃষ্ট আকর্ষণের যোগেতে জল উপরে উঠিয়া যায়,দেখ যদি এক জলপূর্ণপাত্রের মধ্যে একটা কাচের নলকে ভুৰাইয়াদেও তবে সেই নলের মধ্য দিয়া জল উদ্ধে উঠিবে এবং ঐজল নলের কস্তক দূর উদ্ধে উঠিয় স্থির হইয়া থাকিবেক, কারণ নলের মধ্যে যেঞ্জল প্রবেশ করে,তাঙ্কার ভার অধিক হইলে জল ও নল উভয়েরি আকর্ষণ প্রবল হইতে পারে না,এবং যদি নলের চিন্দ্র অত্যন্ত সূক্ষ্ম হয়,তবে জল অধিক উদ্ধে উঠে, যদি নাম প্রকার ছিদ্রযুক্ত কতগুলি মল জলের মধ্যে ডুবাও,তবেদেখিবাবেতার কোন নলের মধেJ জল অধিক কোনটার বা অল্প উচ্চে উঠে, পরীক্ষা করিবার সময় জলেতে কিঞ্চিং রক্তবর্ণ দ্রব্য মিশ্রিত করিয়া জলকে রক্তিমাবর্ণকরলে,নলের মধ্যে কত দূর জল উঠে ভাছ স্পষ্ট দেখা যায়,সোলা,পঞ্চপাউরুটি সূত্র প্রভৃতি সছিদ্র স্বর্যর দলের ন্যায় বলা যাইতে পারে, এবং এক চিনির ডেল খাপ জলে ডুবাইয় দিলে জলে,ডুবা অপেক্ষ অধিকার পর্যন্থ জল উঠিয়৷ তাছার অগ্রদেশ পর্যন্ত ডিজাইবেক ॥ প্র । আকর্ষণ কয় প্রকার।