পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꭽ ভূগোল । প্র । এমেরিক কোন দেশ । উ এমেরিক এই এসিয়ার পূর্বদিকে, এবং পশ্চিম দুই বলা যায়, অর্থাৎ বিপরীত দিকে আছে তদান্তর্গত দেশের নাম উত্তর এমেরিক: মিলিত রাজ্য, এবং পশ্চিম ইণ্ডিয়া । প্র । এসিষ কোন দেশ । উ। এসিয়া অর্থাৎ জম্বদ্বীপের কিয়দংশ, তদান্তর্গত দেশের নাম শীবেরদেশ, আন্তর তুরুদ্ধ, আরব, পারস, চিন, আসাম, শ্যাম, বরম, এবং হিন্দুস্থান অথবা ভারতবর্ষ। প্র । উক্ত তালতের কান দেশ বড় }} উ । এপৃথিবীর সকলকে ষোলভােগ কল্পনা করিয়, তাহার মধ্যে ইওরোপ দুই গান, এসিয় পাঁচ শান, এফুিক সাড়েতিন মান,এমেরিক সড়েপচ অনা, কিন্তু মনুষ্য সংখ্য ইও রোগে এবং এসিয়াতে ৬ অদ্ভুদ ৫ কেটা, তন্মধ্যে এশিয়াতে ৫ অদ্ভুদ অথবা ৫০ কোটা, তাহার কারণ এসিয় দেশ সর্প। পেক্ষ প্রাচীন, এফারক এবং এমেরিকাতে কেবল পাচকোটা মনুষ্য, ইহার অনুমানিক কারণ এট,যে এফুিক প্রায় সকল বালু কাময়, এবং তাহতে জীবের খাদ্যোংপত্তি অত্যপ হয়, আর এমেরিক ও এসিয়া হইতে অনেক দূর । প্র । এসিয়ার চতুঃসীমা কোন পর্যন্ত । উ। উত্তর সীমা হিমসমুদ্র, দক্ষিণ সীমা ভারত মহাসাগর, ৰায়ুকোণে ইওরোপ, নৈঋতকোণে আরবের মহাখাল, অথবা রেডন্সী ( যদ্বারা এফুিক হইতে বিভক্ত ) পূর্ব্বসীমাপাসিফিক