পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষের প্রাচীনেতিহাস । ৭ত সূর্য্যবংশীয় ইহাতে এমত অনুমান হয় যে সূর্য বংশীয় এবং চন্দ্রবংশীয় রাজার দিগের শাখা প্রশাখার কোন সন্তান তাহার পূর্ব্বপুরুষ হইবেন । পুরুর বিংশতি পুরুষ পরে হস্তী নামেরাজা হস্তিনাপুর নির্মাণ করিয়াছিলেন হস্তির চরি পুরুষ পরে কুরু, তাঙ্গর রাজধানী কুরুক্ষেত্র, কুকুর ত্রয়োদশ পুরুষ পরেশান্তনু প্লাজা, তাহার পুত্র ভীষ্ম, চিত্রাঙ্গদ, এবং বিচিত্রবীর্য ৷ ভীষ্ম স্বেস্থাপূর্ব্বক রাজ্য ত্যাগ করিয়াছিলেন চিত্রাঙ্গদ যুদ্ধে হত, এবং বিচিত্রীর্ষ নিঃসন্তানে মৃত্যু, সেই বিচিত্রবার্ঘ্যের পত্নীতে বেদব্যাস দ্বারা পাণ্ডু ও ধৃতরাষ্ট্ৰ চন,পাঞ্জুর পাঁচ পুত্র,যথা যুদ্ধ ষ্ঠির প্রভূতি, ধৃতরাষ্ট্রের একশত পুত্র দুর্যোধন প্রভূতি, এতদুভয়ে এক ঘোরতর সংগ্রাম ইয়াছিল, তাহাতে অনেক প্লাজা সন্মিস্ট এবং হত ইয়:ছলেন, এবং শ্রীকৃষ্ণ পাণ্ডবের পক্ষ ছিলেন, অতএব কৃষ্ণের পরিচয় এই যে যযাতির জ্যেষ্ঠপুঞ্জ যে যদু, তাহার দুই পুত্র,যথা খোসঞ্জী ও সের জঙ্গীৎ, তাহার প্রথমের বংশে সুরসেন, এই সুরসেনের কন্যা পৃথার সহিত পাণ্ডুর বিবাহ হইয়াছিল, আর সুরসেনের পুত্র বসুদেব,বযু দেবের পুএ শ্রীকৃষ্ণ, যখন সুরসেন পরলোকগমন করেন,তখন শ্রীকৃষ্ণের মাতুল উগ্রসেন, বসুদেবকে রাজ্য ন দিয়া বলক্রমে আপনি মথুরায় রাজ ইয়াছিলেন, এনিমিত্তে উগ্রসেনে পুএ কংশের সহিত শ্রীকৃষ্ণের শত্রুতা, পরে কংশকে নষ করিয়া যখন গ্রীকৃষ্ণ মথুরায় রাজ হইলেন, তাহার অপকা পরেই কংশের শ্বশুর মগধের রাজ। জরাসন্ধ তাঁহাকে আক্র