পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'58 ভারতবর্ষের প্রাচীনেতিহাস । মণ করিলে, তিনি গুজরাটে দ্বারক নামে রাজ্য স্থাপিত করিয়া সেই স্থানে রাজধানী করিয়াছিলেন, পরে গৃহ বিবাদে যদুবংশ তাৰল্পষ্ট হয়, এবং মৃগ ভমে ব্যাধ কর্তৃক তিনিও লীলা সম্বরণ করেন, পরে যুধিষ্ঠির প্রভৃতি পঞ্চ ভাক্তারাও স্বৰ্গারোহণ করেন দ্বারকপুরী সমুদ্রেমথ,এইৰূপে দ্বীপর পর্ম্যম্ভ পর্য্যবসান। কলি যুগেৎপত্তি হইল পরেও যদিবাং উক্ত হস্তিন ভারতবষের প্রধান সিংহাসন বলিয়া লোক অদ্যাপি মান্য করিয়া অসিতে ছেন, তত্রাপি যুধিষ্ঠিরের স্বৰ্গরোহণের পর অজুনের পৌণ্ড পরীক্ষিতষ্ঠাতার পুত্র জনমেজয়, তার পুত্র নৃচক্ষু, যখন হস্তি নাগরী জল প্লাবন দ্বারা নষ্ট হইল, তখন তিনি কাস্মীর দেশে গিয় রাজধানী করিয়ছিলেন, এখানে দিল্লী নামে রাজধানী হয়, আর তং কালাবধি অনেক কাল পর্য্যন্ত মগধ রাজা প্রবল ছিলেন, এবং ঐ জরাসন্ধের বিংশতি পুরুষ পর্য্যন্ত ঐস্থানেরাজ্য করিয়াছিলেন, তাহর পর অনেক রাজা হইয়। শেষ সুন্ন রাজার পুএ শাক্যসিংহ অথবা গৌতম বৌদ্ধমত স্থাপিত কৰিয়া ছিলেন, બર সে মত দিল্লীর সিংহাসনেও আৰূঢ় হইয়াছিল। প্র। কলি যুগোৎপত্তি অবধি দিল্লীর সিংহাসনেস্থের দিগের নাম কি । উ । কলিযুগ আরম্ভেই যুধিf ষ্ঠর স্বৰ্গারোহণ করেন অতএব তদবধি কলিযুগান্ধীর মেলন সহিত পশ্চাৎ লিখি দৃষ্টিকর।