পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2N Q. অস্তুত রামায়ণ । কাপ দিলা সিন্ধ জলে, গাত্রোথিত শিখানলে, করিলেন সমুদ্র শোষণ । মকর কুম্ভীর মীন, জলচর বল হীন, দেখি ভীত হৈলা দেবগণ ৷৷ ৬ ৷ বিরহেতে জানকীর, সকাতর রঘুবীর, নয়ন যুগলে নীর ধারা । সেই জলে মহামতি, পূর্ণ কৈলা নদী পতি, হরষিত জলজন্তু যারা । ৭ কপিগণ পার হেতু, তাহাতে বাধিলা সেতু, পুষ্প বৃষ্টি করে দেবগণ । দশাননে বিনাশিয়া, বিভীষণে রাজ্য দিয়া, করিলেন অযোধ্যা গমন । ৮ নারী ভাতা সঙ্গে রাম, প্রবেশিলা নিজ ধাম, মনুমান সুগ্রীব সহিত । জানিয়া অযোধ্য বাসী, সকলে মিলিল আসি; প্রেমানন্দ পুলকে মোহিত ॥৯ রাজা হৈলা প্রভু রাম, পূর্ণ হৈল মনস্কাম, অতঃপর সর্থী সর্ব্ব জন ।