পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

12 এ গ্রন্থ সীতা মাহাত্ম্যসূচক। ইহার রচনার রীতি দৃষ্টি করিয়া এৰূপ প্রতীতি হয় যে প্রসিদ্ধ রামায়ণ এবং এই গ্রন্থ এক লেখনীর মুখ হইতে বিনির্গত হইয়াছে, যদি ও কোন প্রকারে তাহার সহিত এ গ্রন্থের তুলনা হইতে পারে না তথাচ অনেক অংশে সাদৃশ্য দেখিতে পাই, ষধ গ্রন্থারম্ভে বাল্মীকি মুনিকে নমস্কার ৯ এবং ফল ত্রুতি ও দীর্ঘ চ্ছন্দ কবিতায় সর্গ সমাপন ইত্যাদি । এ গ্রন্থে ৰূপক দৃষ্টান্ত অতি বিরল, এবং ছন্দের বৈচিত্র্য অথবা রচনার চতুর্য কিছুমাত্র নাই, তদুরা ইহার প্রাচীনত্বের প্রতি বিলক্ষণ

  • নমস্তস্মৈ মুনীশায় প্রযুতায় তপস্থিনে।

শান্তায় বীতরাগায় বালীকায় মহাত্মনে ॥ ১ সর্গে ২ শ্লোকঃ ॥ † পঠন দ্বিজোবাগধিপত্যমীয়াং ক্ষত্রান্বয়োভূমিপতিঅর্মীয়াৎ। বণিগঞ্জনঃ পণ্যফলগুবৰ্মীয়াৎ শূন্ধন হি শূদ্রোহি মহ আমীয়াং ! প্রথম সর্গস ,াপ্তঃ ।