পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধারম্ভ । e'ల সহস্ৰ বদন ভাবে, কে আইল কোন ভৰে, কি কারণ কিছুই না জানি । ক্রোধ ভরে তার পরে, ধনুতে টঙ্কার করে, হেন কালে হৈল দৈব বাণী ।। ১ শুন শুন নিশাচর, ইনি রাম রঘুবর, দাশরথি অযোধ্যার , পতি । তব ভাতা দশানন; করি তার বিনাশন, সমাগত পুষ্করে সংপ্রতি ।। ২ লক্ষ্মণ ভরত বীর; শত্রুঘ্ন রণধীর, হনুমান সুগ্রীব রাজন । রাক্ষস বানর সনে, সঙ্গে লয়্যে বিভীষণে, এসেছেন তোমার কারণ ৷৷ ৩ শবণেতে দেব বাণী, পুরী মাজে আর জানি, ক্রোধামলে জ্বলে কলেবর । মার মার মুখে বলে, যতেকারাক্ষস চলে, ঘোর যুদ্ধ হয় তার পর ॥ ৪ ইরামের রথোপরে,বাণ বরিষণকার, - ভয়ঙ্কর সহস্ৰ বদন ।