পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রীমতীর উপাখ্যান । * > বাসনা সর্ব্বত, আমিও পর্ব্বত, বিবাহ করিতে তারে ॥২১ কহিলেন ভূপ, যাহাকে সুৰূপ, নিরথি নৃপতি বালা । আপন ইচ্ছায়, বরিয়া যাহায়, প্রদান করিবে মালা ॥২২ সেই হবে স্বামি, এই প4 আমি, করিলাম অতঃপর । তোমরা দুজন, যাহয় এখন, উচিত বিধান কর ॥১৩ ওহে প্রীনিবাস, মম অভিলাষ, কর তুমি সম্পরণ। পর্ব্বতের মুখ, যেন বলি মুখ মুখ হয় একারণ ॥২৪, কেবল শ্রীমতী, দেখিবে তেমতি, অন্যে নাহি তাহ হবে, শুনিয়া, ক্রহরি, অঙ্গীকার করি, বিদায় করিলা তবে ॥২৫