পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sa অস্তুত রামায়ণ । কৌশিকের উপাখ্যান অতঃপর তারদ্বাজ শুন বিবরণ। অবনিতে জানকীর জন্ম প্রকরণ ॥১ ত্রেতাযুগে কৌশিক নামেতে দ্বিজবর । বিষ্ণু ভক্ত বিষ্ণু গানে রত নিরস্তর ॥২ শয়নে স্বপনে উপবেশনের কালে । "হরি গীতে প্রীত মন যুক্ত লয় তালে ॥৩ শ্রবণে শ্রবণে চিত্তে সুখের সঞ্চার । ভিক্ষা লব্ধ মাত্র ছিল তাহার আহার ॥৪ পদ্মাক্ষ নামক এক ছিল পুণ্যবান । কৌশিকেরে তিনি করিতেন অন্ন দান ৫ কৌশিক আত্মীয় সনে পরম কৌতুকে । সুললিত হরি গত করিতেন সুখে ॥৬ সময় বিশেষে সেই পদ্মাক্ষ ধীমান । ভক্তি ভাবে শুনিতেন কৌশিকের গান ॥৭ ব্রাহ্মণ বৈষ্ণব আর বৈশ্যবংশোদ্ভব । কৌশিকের সপ্তশিষ্য মহা প্রাজ্ঞ সব u৮