পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৌশিকের উপাখ্যান l ৪১ পবিত্র নিম্মল চিত্ত বিষ্ণু পরায়ণ। সঙ্গীতে পণ্ডিত শান্ত রসে মগু মন ॥৯ কৌশিকের যশ শুনি কালিঙ্গ ভূপতি । আহান পুর্ব্বক করিলেন অনুমতি ॥১০ হে কৌশিক আজি তুমি লয়ে নিজ দলে । মম গুণগান কর শুনিবে সকলে ॥১১ তাহা শুনি কৌশিকের হইল ভাবনা। কহিতে লাগিলা ভূপে করিয়া সান্থনা ॥১২ মহারাজ ক্ষমা কর ত্যজ এ বাসনা । হরি বিনা অন্যে স্তব করে ন! রসন ॥১৩ গালব শ্রীকর আদি ঋষি সপ্তজন । কহিলেন সকলেতে শুন হে রাজন ॥১৫ হরি বিন অপর জনের গুণ গান ৷ শবণে আমরা নাহি কর্ণে দিব স্থান ॥১৫ ইহ শুনি নরপতি ক্রুদ্ধ হয়ে অতি । করলেন অনুমতি ভূতগণ প্রতি ॥১৬ সকলে মেলি aা কর মম গুণ গান ! যেৰূপে ই হারা সবে শনিবারে পান ॥১৭