পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিমিত্রের উপাখ্যান । 8¢ বিধি আদি দেবগণে, দূর করি সেই ক্ষণে, হইলেন হরিষ অন্তর । ২ রাগ সুর লয় তাল, তান মান ক্রিয়া কাল, বীণ বেণু যন্ত্র আলাপনে । তুঙ্গুরু করিলা গান, শুনি তুষ্ট ভগবান, দেখি নারদের ক্রোধ মনে ॥৭৩ পেয়ে মহা মনস্তাপ, কমলারে দিলা শাপ, রাক্ষসীর গর্ভে জন্ম হবে । রাক্ষসীর ব্যবহার, করি তুমি এপ্রকার, অপমান করিয়াছ সবে ।। ৪ ঋষির দারুণ শাপে, ভয়েতে ত্রিলোক কঁপে, সকলেতে করে হাহাকার । হরি সনে হরিপ্রিয়া, নারদের কাছে গিয়া, করিল। বিনয় পরিহার । ৫ পরন্তু মুনির প্রতি, কহিলেন রমাপতি, হে নারদ শুন সাবধানে । যজ্ঞ যপ তপস্যায়, তত তুষ্ট নাহি তার, যত পরিতোষ পাই গানে ॥ ৬