পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8જીિ অদ্ভুত রামায়ণ । সঙ্গীত বিদ্যার বলে, বহুমুনি ধরাতলে, করিলা সাযুজ্য লাভ সুখে । কৌশিক তুষ্ণুরু আর, নিদর্শন দেখ তার, যারা এই তোমার সম্মুখে ।। ৭ আমার বচন ধর, ভূধর মানসোত্তর, - গান বন্ধ, পেচক যথায় । তথায় গমন করি, অভিমান পরিহরি, পান কর সঙ্গীত সুধায় ॥৮ গোবিদের বাণী শুনি, চলিলা নারদ মুনি, গানবন্ধ পেচকের কাছে । অঙ্গর কিন্নর গণ, যক্ষ রক্ষ অগণন, চৌদিগে বেড়িয়া সবে আছে।। ৯ মধ্যস্থলে গানবন্ধ ফলিতার্থ গান বন্ধ, সঙ্গীতে করেন উপদেশ । আরদেরে নিরখিয়া বসিতে আসন দিয়া, প্রণমিয়া জিজ্ঞাসিলা শেষ ॥ ১০ কহ নিজ বিবরণ, এখানেতে কি কারণ, আগমন হইল এক্ষণে ।