পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরি মিত্রের উপাখ্যান । 8१ হে ব্রহ্মণ ভগবান, করি তব আজ্ঞ দান, চরিতার্থ করহ এজনে ॥ ১১ শুনিয়া পেচক বাণী, কহিলা নারদ জ্ঞানী, আশ্চর্য আমার বিবরণ। উলুকেন্দ্র গুণাকর, অবধান তবে কর, আসিয়াছি যাহার কারণ ॥ ১২ আমারে করিয়া দূর, নারায়ণ তুম্বু রুর, শুনিলেন অপূর্ব্ব সঙ্গীত । ব্রহ্মা আদি দেবগণে, তথা হৈতে সর্ব্ব জনে, d হয়েছেন সে দিনে তাড়িত ৷৷ ১৩ দেখিয়া কাতর অতি, আমারে কমলাপতি, কহিলেন করিয়া সান্থন । ভূধর মানসোত্তর, তথায় গমন কর, ঘুচিবেক তোমার যন্ত্রণ ॥ ১৪ বিষ্ণুর প্রেরিত আমি, শুনহে বিহঙ্গ স্বামী, মনোবাঞ্ছা পূৰ্বাহ আমার । আমি শিষ্য তুমি গুরু, কাতরে করুণাঙ্ক রু, এ সঙ্কটে তব হই পার । ১৫