পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(తి মদ্ভুত 颈博吋颈q1 সেই মহাপাপে ভূপ, তুমি হে এ ৰূপ ৰূপ, ক্ষুধায় কাতর নিরন্তর। হইয়াছে স্বৰ্গ নাশ, পর্ব্বত কোটরে বাস কিছুকাল কর অতঃপর ॥২৫ আপনার কলেবর, এখন ভক্ষণ কয়, পরেতে কুন্ধর জন্ম হবে । কৃতান্ত এতেক বলি, নিজ স্থানে গেলা চলি, শুনি হাহাকার করি তবে ॥২৬ হে নারদ মহামতি, আমি সেই নরপতি, ভুবনেশ বিখ্যাত ভুবনে । কর্ম্ম দোষে আপনার, হইয়াছি এ প্রকার, আছি মৃত শরীর ভক্ষণে ॥২৭ হায় হায় কর কায়, দাৰুণ দুষ্কতি দায়, দিবানিশি দগ্ধ হয় মন । পর্ব্বত কোটর গেহ, ভক্ষ্য কি ন শব দেহ, উপস্থিত হইল তখন ॥২৮ হেন কালে দৈব যোগে,নানা মত সুখ ভোগে, বিষ্ণু দূত গণেতে বেষ্টিত ।