পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগদীশ্বরীয় নমঃ । পরম সুহৃদ্ধর প্রযুক্ত দুর্গাচরণ গুপ্ত মহাশয় নিকরগুণাকরেষু। বিহিত সম্বোধন পুরসের নিবেদনমিদং । কতিপয় বৎসর অতীত হইল আমি এই কাব্যের যোড়শ সর্গ মাত্র অনুবাদ করিয়া ক্ষান্ত ছিলাম, কারণ আমার এৰপ ভরসা ছিল না, যে এ গ্রন্থ মুদ্রিত করিতে পারিব । কিন্তু মহাশয়ের সমীপে মহাশয় প্রাপ্ত হইয়া ও বন্ধ, বিশেষের অনুরোধ প্রযুক্ত অনেক বিবেচনা পূর্বক সমুদয় গ্রন্থ রচনা করিলাম। আ. মার এৰপ অভিলাষ হয় যে ইহা মুদ্রিত করণ পূর্বক সাধারণের নয়ন গোচর করি, আপনি আমার পরমানীয় এবং বিজ্ঞ রসজ্ঞ বিদ্যানু রাগী বটেন, অতএব আপনার প্রতি এ বিষয়ের সম্পূর্ণ ভারাপর্ণকরিলাম ইতি । ১ আষাঢ় ১৭৭৪ শ্রীহরিমোহন গুপ্ত ।