পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ অস্তুত রামায়ণ। অক্ষয় প্রকৃতি পর সাক্ষর স্বৰূপ । সর্ব্ব ব্যাপী সনাতন অব্যয় অৰূপ ॥২৯ তত্ত্বজ্ঞান ভিন্ন অন্য জ্ঞান যত হয় । তাহাকে অজ্ঞান বলি জ্ঞানশাস্ত্রে কয় ॥৩০ জ্যোতির্ম্ময় নিত্য সত্য সর্ব্বত্রে গমন । পরম পুরুষ সেই ব্রহ্ম সনাতৰ৯॥৩১ অনাদি অনন্ত নাহি আদি অন্ত র্তায় । তমগুণেকর্তৃত্ব দেখান আপনার ॥৩২ শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রহ্মবাদী মুনিগণ৷ প্রকৃতিকে সকলের বলেন কারণ ॥৩৩ প্রকৃতি বশেতে আত্মা পাইয়া বিকৃতি । ন জানেন আপনার স্বৰূপ প্রকৃতি ॥৩৪ আত্মজ্ঞান ভিন্ন অন্যে হয় আত্ম ভাব । এই হে হু দ্বেষাদি দোষের আবির্ভাব ॥৩৫ কার্য মাত্র ধর্ম্মাধর্ম্ম জ্ঞান হয় মনে । বারম্বার বহুবিধ জয় তেকারণে ॥৩৬ দোষ বিবজিত বিভু নিত্য সনাতন । মায় শক্তি দ্বারা তিনি ভিন্ন ভিন্ন হন ॥৩৭