পাতা:অদ্ভুত রামায়ণ (হরিমোহন গুপ্ত).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** অদ্ভুত রামায়ণ ৭ : গুপ্ত ধর্ম্ম ইহ শুন পবন নন্দন । স্বাহা জানি মুক্ত জীব সংসার বন্ধন ॥২৩ মায়াযোগে আমি দশরথের কুমার। কহিলাম তোমারে পরম যোগ সার ॥ ২৪ তোমার সহিত এই আমার সংবাদে । প্রতি দিন যেই পাঠ করিবে অবাধে ।। ২৫ অবশ্য হইবে তার সংসার মোচন । কবি কহে কৃপা কর কমল লোচন ॥২৬ হনুমান রামচন্দ্রকে স্তর করেন । হনুমান বীরবর, মুড়িয়া মুগল কর, রাম ৰূপ মনোহর,ভাবিয়া অন্তরে । বেদ বিধি অনুসারে, স্তুতি করিলেন তারে, যাহারে চিীনতে নারে, বিরিঞ্চি শঙ্করে । ১ নিত্য সত্য আদি ভূত, সনন্দাদি দ্বার স্তুত, বিভু সর্ব্ব শক্তি যুক্ত, কমল লোচন । পুরুষ পুরাণ ঈশ, জনাদন জগদীশ, বিনাশ বসানা বিষ, হে ভবমোচন ॥ ২