পাতা:অধিকরণমালা.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*১ অধ্যায় * २ श्रृंीघ्रं এক অখণ্ড ব্রহ্মেতে তাহ পর্যবসিত হয়,অতএব উক্ত লক্ষণদ্বয় যে পরব্রহ্মেতে সম্ভব হয়, তাহাতে আর সংশয় माझे 1 २ t তৃতীয়াধিকরণের প্রথম বর্ণক। বেদেতে উক্ত হইয়াছে যে ঋক প্রভৃতি চরিবেদ সেই মহৎ পরব্রহ্ম হইতে নিঃশ্বাসের ন্যায় অবলীলা ক্রমে উদ্ভূত হইয়াছে, তাহাই এই অধিকরণে বিচার যোগ্য .বাক্য । তাহাতে পরব্রহ্ম সেই সকল বেদ রচনা করিয়াছেন কি না ? এই প্রকার সংশয় উপস্থিত হইলে, প্রথমতঃ ইহা নিদ্ধারিত হয়, যে পরব্রহ্ম বেদ সকলের কর্ত্তা নহেন ; যেহেতু শ্রুতিতে ও স্মৃতিতে বেদের নিত্যত্ব উক্ত হইয়াছে । ইহা পূর্ব্বপক্ষ । এইপ্রকার পূর্ব পক্ষীয় দোষ সকলের পরিহার পূর্বক সিদ্ধান্ত করিতেছেন । অর্থ বোধ না করিয়া কেবল নিঃশ্বাসের ন্যায় অপ্রযত্নে উৎপত্তি হেতু এবং প্রতি কপে সমান ভাবে উচ্চারণ বশতঃ প্রবাহ ৰূপে নিত্য প্রযুক্ত বেদ সকল পরবন্ধ হইতেই উৎপন্ন হইয়াছে ইহা সিদ্ধ হইল । সমুদায় জগতের ব্যবস্থা, সম্পাদক সেই বেদের কারণ হেতু পরবন্ধেরও সর্ব্বজ্ঞত্ব সিদ্ধ হুইল ৷ ৩ ৷ • কোন কোন অধিকরণের দুই তিন প্রকার অর্থ আছে, তাহার এক এক প্রকারের নাম এক এক বর্ণক ।