পাতা:অধিকরণমালা.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় (ζty" \אזז". ס * চৈতন্য প্রতিবিম্ব সহিত বুদ্ধি সর্ব্বগত নহে, সুতরাং তস্থপাধিক জীবের অসর্ব্বগত প্রযুক্ত অণুত্বাদি উপপন্ন হয় কিন্তু স্বৰূপতঃ জীব সর্ব্বগত ব্রহ্মের স্বৰূপ অতএব তাহার সর্ব্বগতত্বই যুক্ত হয় সুতরাং তিনি স্বৰূপত অণু পরিমাণ নহেন ॥১৩ চতুর্দ্দশাধিকরণ সাংখ্যেরা বলে, জীব কর্ত্ত নহেন যেহেতু পরিণমিত্ব প্রযুক্ত বুদ্ধির কর্তৃত্ব হইতে পারে কিন্তু অসঙ্গ জীবের তাহা সম্ভব হয় না ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে - করণ শক্তি বিশিষ্ট বুদ্ধির কদাপি কর্তৃ শক্তি নাই সুতরাং যাগাদি ব্যাপারে, শ্রবণাদি ব্যাপারে ও লৌকিক কৃষি কার্যাদি ব্যাপারে কর্তৃত্বের প্রয়োজন হেতু জীবই কর্ত্তা হয়েন 111811 পঞ্চদশাধিকরণ পূর্ব্বাধিকরণে প্রতিপাদিত যে কর্তৃত্ব তাহা স্বৰূপত কি অধ্যস্ত, এই বিষয় বাক্যেতে প্রথমতঃ জীবের কর্তৃত্ব স্বৰপতই বোধ হয়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে শ্রুতিতে জীবের কর্তৃত্ব প্রতিষেধ হেতু যেমন জবাকুসুম সন্নিধানে স্ফটিকে রক্ত বর্ণের অধ্যাস হয় তদ্রপ অন্তকরণ সন্নিধানে জীবেতে কর্তৃত্বের অধ্যাস স্বীকার করা যায় বস্তুত তাঁহা সত্য নহে ॥১৫। _;