পাতা:অধিকরণমালা.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

pঙ্গধাৰ כיף % ##झ। ৰেহেতু তাহাতে উক্ত কর্ম্ম সকলের ঐক্য আছে, ইহা পূর্ব্বপক্ষ । ইহার উত্তর এই যে এউভয় স্থলে অনেক প্রভেদ আছে, যেহেতু তৈভিরীয়ে উক্ত গুণ সকল শাণ্ডিল্য বিদ্যাতে নাই, এবং শ{fগুল্য বিদ্যাতে প্রতিপাদিত বিষয় সকল তৈত্তিরীয়ে দেখা যায় না, জুত্ব এৰ এউভয় স্থলে বিদ্যার ঐক্য নহে । ১৩ । চতুর্দশাধিকরণ অথর্ব্ববেদীয় উপনিষৎ আরম্ভে অভিচারিক মাত্র উক্ত হইব্যুছে ও কাণ্ডু শাখার উপনিষদের প্রথমে প্রবর্গ ত্রাস্বর্ণ উক্ত আছে, এই উভয় স্থলে বিদ্যার সান্নিধ্য হেতু অভিচারিক মস্ত্রের ও প্রবর্গ্য কর্ম্মের বিদ্যাঙ্গত্ব হয়, ইহা "পুর্ব্বপক্ষ। ইঙ্গর উত্তর এই যে, আভি চারিক মন্ত্রের অভিচার কর্ম্মে এবং প্রবর্গ্যের ঘজ্ঞেতে প্রয়োগ হেতু তদুভয় বিদ্যার অঙ্গ হইতে পারে না । ১৪ । পঞ্চদশাধিকরণ শাট্যায়ন শাখাতে উক্ত হইয়াছে, জ্ঞানি ব্যক্তির পাপ পুণ্য র্তাহার শত্র মিত্রের গ্রহণ করে, তাত্তি ও অথর্ব্ব শাখাতে কেবল তাহার পাপ পুণ্য পরিত্যাগ মাত্র উক্ত হইয়াছে, এস্থলে বিদ্যার ভেদ হেতু শত্র মিত্রের পপ পুণ্য গ্রহণ তাণ্ডি ও অথর্ব শাখাতে উপসংহর্ত্তব্য মহে, ইহা পুর্ব্বপক্ষ । ইহার উত্তর এই যে,যদিও এস্থলে বিদ্যার