পাতা:অধিকরণমালা.djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় bునా ہو ه tw এবং নানা উপাসনাতেও চিত্ত বিক্ষেপ হওয়া সম্ভৰ, অতএব বিরুপের নিয়মই কর্ত্তব্য। ৩৪ ৷ - পঞ্চত্রিংশাধিকরণ । - আত্মাতে দেবতা দৃষ্টি দ্বারা উপাসনা ৰূপ প্রতীকোপাসনাতে যথা ইচ্ছা না হইয়া পুর্ব্বাধিকরণের ন্যায় বিকল্পই নিয়মিত, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে সগুণোপাসনার ন্যায় প্রতীকোপাসনাতে সাক্ষাৎকারে প্রমাণ নাই, এবং ফলেরও ভিন্নতা আছে, অতএব বিকল্পেতেই হউক আৰু সমুচ্চয়েতেই হউক যথা ইচ্ছা প্রতীকোপাসন কর্ত্তব্য। ৩৫ ৷ ষটত্রিংশাধিকরণ। প্রতীকোপাসনা দুই প্রকার, লৌকিক ও কর্ম্মাঙ্গ । তাহার মধ্যে লৌকিক প্রতীকোপাসনা পূর্ব্বে উক্ত হইল, সম্প্রতি কর্ম্মাঙ্গ প্রতীকোপাসনা বিচারিত হইতেছে । কর্ম্ম ও কর্ম্মাঙ্গ সমুচ্চয় কি যথা ইচ্ছা উপাসনা কর্ত্তব্য, তাহাতে প্রয়োগ বিধিতে উভয়ের সমুচ্চয় নির্দেশহেতু তাহারদিগের সমুচ্চয় নিয়ম, ইহা পুর্ব্ব পক্ষ । ইহার উত্তর এই ८ग যেমন গ্রহস্তোত্রাদিতে সহভাব শ্রত হয় তদ্রুপ কর্ম্মে ও অঙ্গে নাথাকাতে কর্ম্মাঙ্গ প্রতীকোপাসনাতে বিকল্প ও সমুচ্চয়ের যথা ইচ্ছা উপাসনা কর্ত্তব্য । ৩৬ । । ইতি তৃতীয়াধ্যায়ে তৃতীয় পাদ । ১থ