পাতা:অধিকরণমালা.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$, অধ্যায় ృం లి ১ পাদ যোগী কি নিরুপাসন কর্ম্ম তাহার উপযোগী এইৰূপ সন্দেহে প্রশস্ত হেতু সোপাসন কর্ম্মই জ্ঞানের উপযোগী, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে শুদ্ধ কর্ম্ম অপেক্ষা সোপাসন কর্ম্ম বীর্য্যবান বটে কিন্তু শ্রুতিতে তারতম্য শ্রবণ আছে বলিয়া উভয় কর্ম্মই জ্ঞানের উপযোগী ॥১৩ ॥ চতুর্দশাধিকরণ । বহুজন্ম প্রদ প্রারব্ধ কর্ম্মযুক্ত ব্যক্তিদিগের জ্ঞানে নির্ব্বাণ মুক্তি হয় কি না এইৰূপ সন্দেহে প্রারব্ধ ভোগের নিমিত্তে বহুজন্ম স্বীকৃত হইলে পূর্ব্বাৰ্জ্জিত বিদ্যালোপে যে কর্ম্ম ক্লত হয় তাহার ফল হইবেই হইবে, অতএব মুক্তি হয় না, ইহা পূর্ব্ব পক্ষ । ইহার উত্তর এই যে যেমন সুষুপ্তিকালে বিोच्न লোপ হয় না সেইৰূপ প্রারব্ধ ভোগ হয় বটে কিন্তু বিদ্যা লুপ্ত হয় না অতএব তাহার মুক্তি কেন না হইবে । ১৪ । ইতি চতুর্থাধ্যায়ে প্রথমপাদ । SAASASASSMMSS