পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ఢి ఫి অতুক্রেম হারাণের কাছে কোন উত্তর না পাইয় নিতাইসুন্দর যখন তাহার পায়ে ধরিবার উপক্রম করিতেছে তখন পৃষ্ঠে দারুণ ব্যথা অন্তভব করিয়া হারাণ ফিরিয়া দাড়াইল, সঙ্গে সঙ্গে তাহার কর্ণদ্বয় সজোরে মর্দ্দন করিয়া ধীরেন বলিল, “রাঙ্গেল, বাজারে বেরিয়েছিস কখন ? তোর চাকর তোকে বাজারে খুজে না পেয়ে বাড়ী ফিরে গেছে, বেীমা সেখান থেকে আমাদের মেসে খোজ করতে পাঠিয়েছিলেন—” 3. ধীরেনের কথা শেষ হইবার পূর্ব্বেষ্ট হারাণের বুদ্ধি খুলিয়া গেল । সে কোনমতে নিতাইসুন্দরের হাত ছাড়াইয়া পলাইবার সময়ে বলিল, “বড় বেলা হয়ে গেছে চেল! মশাই, হাট এতক্ষণে উঠে গেল !” দেখিতে দেখিতে হারাণ বাজারের ভিড়ে মিশিয় গেল দেখিয়া নিতাই অগত্য ধীরেনের শরণ লইল । নিতাই সুন্দরের অতু তাপ ও কাতরতা দেখিয়া ধীরেনের মন গলিয় গেল, সে বলিল, “তাচ্চ মশাই, আপনি আমার সঙ্গে আস্থন, আমি সন্ধান করে দেখছি, মণি দিদি যাবার সময়ে আমাকে কিছুই বলে ধায় নি, তবে মাসি-মা হয়ত গবর রাখেন ।” q ভয় পাইয় নিতাই সুন্দর বলিয়। উঠিল, “মশাই, এবার ঘদি তার খবর পাই, তাহ’লে নিজে মাথা মুডিয়ে ঘোল ঢেলে সংসারী হব ।” শিলং-এর যত লোককে মণি দাদা বলিয়। ডাকিত, তাহাদের মধ্যে কেবল ধীরেনই তাহকে প্রকৃতরূপে চিনিয়াছিল, সুতরাং এতদিনে মণির একটা কিনার হইল ভাবিয়। ধীরেন সত্য সত্যই বড় আনন্দিত হইল ।