পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: * অতৃক্রম অনুপম ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, “বাড়ী যাবার কথাই ভাবছিলুম মণি, তুমি কেমন করে জানতে পারলে ?” মণি একটু হাসিয়া বলিল, “তোমার মনটা এতই সরল নেভা-দা, ধে তুমি কথা ন কইলেও তোমার ভাব বুঝতে কারে বিলঙ্গ ट्रे : १ !" “বাড়ীই যাব মনে কচ্ছি, কিন্তু তোমার জন্যে যেতে পাচ্ছিনে ৷” "আমায় ছেড়ে যেতে পাচ্ছি ন ?" “হ্য, তোমায় ন নিয়ে যাব না, মণি তুমি চলে এসে বলেই আমি কাশীতে এসেছি ।" BBBB B Bgg KK BSBBK DDDS B KKBB gBBS ন। বলিলেও মণি অনেকদিন পূর্ব্বেহ বুঝিতে পারিয়ছিল ; কিন্তু এখন সে কথাটা প্রকাশ করিয়া বলায় মণি একট “তোমার কাল রাত্তিরে ভাল ঘুম হয়েছিল ত নেড়া- ?" "ম অনেকদিন হচ্ছে না মণি, মনের কথাট। অনেক দিন ধরে তোমার খুলে বলব বলব মনে করে বলতে পারি-নি। আজ কেউ নেই বলে’, বলে ফেল্লম, মণি আমি তোমায় ছেড়ে যেতে পারব না, তুমি আমার বিশ্ব-সংসার, আমি তোমার জন্তে পাগল হয়ে ছুটি বেরিয়ে এসেছি ।" অনুপম যদিও কাতর ভাবে কথা কয়টি বলিয়াছিল তথাপি মণি চটিয়া গেল । তাহার মুখখান রাগে লাল হইয়া উঠিল, সে বলিল, “নেড়া-দা, আপনাকে দাদা বলে ডাকি । আমার আপনারভাই নেই, সেইজন্যে আপনাকে, ধীরু-দীকে আর হারু-দাকে মায়ের পেটের ভায়ের চাইতে ভালবাসি, আপনার এ কি রকম ব্যবহার ?” *