পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8е তাঙ্ক ক্রম তুলে নিয়েছিলেন,—সে আশ্রয় যখন যাবে, তখন ভগবান আর একটা আশ্রয় নিশ্চয় জুটিয়ে দেবেন।” —কেন, এখন থেকে একটি সংসার পাতলে হয় না ? —তামার আবার সংসার কি নেড়া-দা ? দুনিয়ায় যার কেউ নেই, তার আবার সংসার কি ? আমি এক কোথায় যাবে, সে আমার পক্ষে অসম্ভব । —মণি, বাব আমার বিদ্রে দেবার চেষ্ট কচ্ছেন । এই ঘে হালদার সাহেব স্বা-কন্ত। নিয়ে এসেছেন, আমি এখন বুঝছি, উনি বাবার সঙ্গে পরামর্শ করে মেয়ের বিবাই দিতে এসেছেন । —বেশ তো, তাতে তোমার তা পত্তি কি ? —কিছু না, কিছু না । কেবল তিনি যখন কন্যা-রত্নটি আমার স্কন্ধে চাপাবার চেষ্টা করেন, তখনই আমার ভাষণ আপত্তি হয় । মণি খিলখিল করিয়া হাসির উঠিল; অনুপম অপ্রতিভ হইয় গেল। মণি তখন বলিল, “মেয়েটি তো বেশ, বিয়ে করে ফেল না, নেড়া-দা ।” রাগে অনুপমের মুখখানা রঙ হইয়া উঠিল । সে বলিল, “আমি কখনই বিয়ে করবে না । বাবা যত রকমেই চেষ্ট করুন না কেন, এ রকম করে কিছুতেই আমার বিয়ে দেওয়াতে পারবেন না ! কেন যে তিনি এ রকম করে আমাকে মন্ত্রণা দিচ্ছেন, তা তো বুঝতে পাচ্ছি না ।” —মেয়েটির দোষ কি ? লেখা-পড়া জানে, আচার-ব্যবহার ভাল, সেকেলে ধরণের নোলক-পরা ঘোমট-টান ক’নেটি তো নয় ! —দোষ আমার অদৃষ্টের—বুঝলে মণি, আর কারও দোষ নয়, আমার চোখে আর কাউকে যে ধরে না, সে-কথা কি বুঝতে পার নি ? আমি—