পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভুক্রম ' 8وا. —তুমি বচন দিয়ে বুঝি আমায় তাড়াবার চেষ্টায় আছ ! দেখ মণি, আমি সমস্তই শুনেছি। তোমার স্বভাব-চরিত্র যে কিরকম, সে কথা ও আমার জানতে বাকী নেই। তোমার জন্য শিলংএর হিন্দুর মেয়ের স্বামি-পুত্র নিয়ে নির্ব্বিবাদে ঘর করতে পারে না । '– শুনেছেন যখন, তখন আর কি বলব ! আমার চরিত্র যদি খারাপ হয়, না হয় আমাকে আর নেবেন না । আপনি এসেছেন, তাও আমি জানতুম না। আমি আপনাকে আপনার সংসারে ফিরে যাবার জন্য অনুরোধ করতে যাই নি। যে দিন আপনাদের সংসার থেকে দূর করে দিয়েছেন, তার পর থেকে আপনার ছায়াও মাড়াইনি ! আপনি যদি আপনার ংসারে যেতে হুকুম করেন, তবে যাব, তা নাহলে এই পনেরো বৎসর ক্ষে ভাবে কাটিয়ে দিয়েছি, সেই ভাবেই আমার দিন কাটুবে । —দেখ মণি, তুমি ভট্চায্যিদের মত লম্বা লম্বা কথা আওড়াতে শিখেছ বটে, কিন্তু আমার চোখে ধূলো দিতে পারবে না। আমি অনেক মেয়েমানুষ চরিয়ে এলুম ! —ত্রা আমি জানি । —দেখ, তুমি যে আমায় বিদেয় করে দিয়ে শিলংএ বিবি সেজে এই ছোড়াগুলোর সঙ্গে ঢলাঢলি করবে, তা হচ্ছে না । আমি এই শিলংএ বসলুম। কিছুমাত্র বিচলিত না হইয়া মণি যখন বলিল, “যে আজ্ঞে,” তখন তাহার স্বামী আশ্চর্য্য হুইয়া গেল। নিতাইস্কুন্দর কিন্তু ছাড়িবার পাত্র নহে। সে ধরিয়া বসিল যে, ক্ষীরোদাকে বিদায় করিয়া দিয়া সে শিলংএ এই মণির সহিত বাস করিবে, কিন্তু মণিও এক কোঢ় ধরিয়া বসিয়া রহিল, স্বামীর সঙ্গে সে সর্ব্বত্র যাইতে প্রস্তুত আছে, কিন্তু শিলংএ বাস করিতে পারিবে না ।