পাতা:অনুক্রম - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতুক্রেম منجمنا তখন মণি জিজ্ঞাসা করিল, “নেড়া-দা ! তুমি কবে কাশীতে এলে ? বাড়ীতে বলে এসেছু ত ?” লজ্জায় অতুপমের মাথা ক্টেট হইয়া গেল, সে বলিল, “আমি কাশীতে বেড়াতে এসেছি, আর একটু কাজ ও আছে । বাড়ীতে বলে আস্ব না কেন মণি ? বাবার চিঠি নিয়েষ্ট ত তারাপদ বাবুর কাছে এসেছি ।” তখন তারাপদ বাবু মুখ তুলিয় জিজ্ঞাসা করিলেন, “মণি ! তুই গোবিন্দর ছেলেকে চিনিস ?” মণিমালিনী বলিল, “খুব চিনি মামাব বু, উনি শিলং-এ চাকরি করেন, আমি ওঁকে দাদা বলে ডাকি।" তখন তারাপদ বাবু অনুপমের মুখের ভাব দেখিয়া হাসিয়৷ উঠিলেন আর বলিলেন, “তুমি দাড়ালে কেন হে, ছোট বোন দেখলে কি দাড়াতে হয় ?” অনুপম অপ্রস্তুত হইয়া বসিয়া পড়িল । আবার পুস্তকে মনঃসংযোগ করিয়া তারাপদ বাবু বলিলেন, “মণি ! তোর সঙ্গে যখন গোবিন্দর ছেলের আলাপ আছে, তখন তুই ওকে ওপরে নিয়ে যা,”—বলিতে বলিতে তারাপদ বাবু তাত্বাদের অস্তিত্বের কথা ভুলিয়া পড়িতে আরম্ভ করিলেন । * মণি বলিল, “মামা পড়তে আরম্ভ করেছেন । তুমি উঠে এস নেড়া-দা ।” অনুপম উঠিল এবং মণিমালিনীর সহিত ত্রিতলে চলিয়া গেল । অনুপমকে বসাইয়া মণি বীরবলকে ডাকিয়া চল আনিতে বলিল এবং নিজে তাহার খাবার গুছাইয়া আনিল । খাবার দেখিয়া অতুপম বলিল, “আমি এখন কিছুই থেতে পারব না, মণি ।”