পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ኦ অরণ্যে • સૈd করার স্বান দেখে নিলাম। তবুও আমাকে ছেড়ে দেবার মুমটি নেই।” অথচ মবিয়াতে এমন কিছু ছিল না। যা দেখে আমার মন ভুলে থাকতে পারে। এমতাবস্থায়ও পািনর দিন থেকে একদিন সকালবেল ডিসোজার সংগে রওয়ানা হলাম। বিয়া হতে টিকুউ মাত্র পয়সট্টি মাইল । মোটরে দুঘণ্টা লাগল। পখে দেখার মত কতকগুলি ছোট ছোট অজগর সৰ্প ছিল। এই সাপগুলি এতই বোকা যে নিগ্রোরা যখন ইচ্ছা! তখনই এদের ধরে হত্যা করে চামড়া বিক্রয় কুরে দুপিয়সা রোজগার क: । টিকুউ পূর্ব-আফ্রিকার প্রসিদ্ধ স্থান। এখান হতে, একটি পথ বারকেন হেড়া পর্যন্ত গিয়েছে। বারকেনহেডের পরেই হল। ভুবন বিখ্যাত ভিক্টোরিয়া প্রপাত। আমি বারকেনহেডের দিকে না গিয়ে ন্যাস লেক হয়ে যেতে মনস্থ করলাম। সেজন্যই আমাকে মায়া নামক স্থানে যেতে द यूछिल । টিকিউ আসার পরও দেখলাম। এখানকার স্ত্রীলোক একেরারে উলংগ থাকে এবং পুরুষরা মাথা হতে পা পর্যন্ত বস্ত্রাবৃত থাকে। টিকিউর বাজারে নগ্ন স্ত্রীলোকদের ধান চাল, বিক্রয় করতে দেখতে গিয়ে মহা ফেন্সাতে পড়তে হয়েছিল। যে কোন ভারতবাসীর সংগে আমার বাজারে দেখা হয়েছিল, তারা কেউ আমার সংগ্নে কথা বলেনি।” সকলেই লজায় মাথা নত করে রেখেছিল। স্থানীয় ইউরোপীয় স্ত্রীলোকগণ ভুলেও বাজারের দিকে যান না। ভুারতীয় স্ত্রীলোকগণ পর্দার আড়ালে থেকে সুযোগ পেলে সে দৃশ্য দেখেন। ভারতীয় স্ত্রীলোক পর্দার আড়ালে আর নিগ্রেী শ্রীলোক দিগম্বী হয়ে পথে ঘাট-ভ্রমৰ করেন । একেবারে সমানে সামাল। ' ডিসোর্জার ধরমশালা এদিকে বেশ নাম অর্জন করেছে। ভিসোজার