পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরণ্যে እፃ বিনিময়ে কাজ করব না। বান্ত টাঁকুড়, বাগাণ্ড, জুলু এবং অন্যান্য জাতের মাঝে উদ্ভূত ধরণের রাষ্ট্রনীতির ভাবধারা এসেছে, এদের মধ্যে তা আসেনি। সত্যকথা কিন্তু এরা যেরূপভাবে তাদের আত্মসন্মান বজায়। রেখে জীবন কাটায় তেমনটি আমাদের দেশেও কম দেখা যায়।