পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

警 মৃত্যু সালেণ্ড R একেবেঁকে গিয়ে সমতল ভূমিতে গিয়ে পড়ল। এবার মোটর বাস প্রবল বেগে চলল। সমতল ভূমির দুদিকে বড় বড় বৃক্ষরাজি ঢেকে রাখছিল। এরূপ স্থানে হিংস্ৰ জীবের বড়ই বাড়াবাড়ি হয়ে থাকে। মোটর বাস পাবার জন্য মনে মনে নিজেকে ধন্যবাদ দিলাম। ক্রমেই দিনের আলো নিবে যেতে লাগল। সন্ধ্যা হল। তারপর সন্ধ্যা পেরিয়ে অন্ধকারের আবরণ আরও গাঢ় হয়ে উঠল। পথের দুপাশে জোনাকী পোকা বিক্‌মিক্‌ করতে লাগল। মোটর বাসের শব্দ ছাড়া অন্য কোন শব্দ শোনা যাচ্ছিল না, তবে যাত্রীরা এসেই একে অন্যের গা ফেঁসে বাসতেছিল। তারা যে ভয় পেয়েছে তা বেশ অনুভব হয়েছিল! সে ভয়ের কারণ কি ? আফ্রিকাতেই শুধু কি সে ভয়ের কঁৱণ রয়েছে ? ? শুধু আফ্রিকাতে সে ভয়ের কারণ সন্নিবদ্ধ ছিল না, পৃখিবীর বনে জংগলে সর্বত্র এই ভুয়ের কারণ সন্নিবদ্ধ রয়েছে। রাত দশটার সময় বাস আলোকসমন্বিত একটি স্থানে আসল। বুঝলাম এটাই পোর্ট হেরল্ড। আমিও বাস হতে মামলাম। DDDBBH sDB BBD S SBDDg LgD OBD E ( হোটেল ) পাব। কিন্তু এখানে তা নাই। আহারের স্থান রয়েছে, শোবার স্থান নেই। ঘর ভাড়াও পাওয়া যায় না। একজন নিগ্রেী বলল, “বানা নিকটেই শ্বেতকায়ুদের হোটেল আছে।” নিগ্রোষ্ট্ৰে মতে আমিও শ্বেতকায়ই ছিলাম।. তারা যদি জানত আমি তাদেরই মত শ্বেতকায়দের দ্বারা অপমানিত হই। তবে তারা আমি ‹ዓቕጝ} স্বস্তুত না। অনেক চিন্তা করে রেলস্টেশনে গিয়ে বিশ্রাম করাই ঠিক করলুম। রেলস্টেশনে যাবার পর শ্বেতকায় স্টেশন মাষ্টার বলল, "এখানে স্বীপ থাকবার কোন বন্দোবস্ত হবে না, আমি একটা দ্বিতীয় শ্রেণীর কম্পট