পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR অন্ধকারের আফ্রিকা ঠিক বেলা নটার সময় কয়েকজন ইউরোপীয় যাত্রী এসে তাদের নিৰ্দ্ধারিত কম্পার্টমেন্টে উঠলেন । আমি তখন গাড়ি হতে নেমে নিগ্রোর গাড়িতে কি করে বসে তাই দেখতে লাগলাম। নিগ্রোদের কম্পার্টমেন্টে বসবার বেঞ্চ ছিল না , শুধু কতকগুলি চাটাই বিছানো । কম্পার্টমেন্টের কোনও খিড়কী ছিল না । দেখলেই মনে হয় এটা একটা মাল বোঝাই করার গাড়ি। ১ এরই মধ্যে তারা উঠে বসতে লাগল। একটা কম্পার্টমেণ্ট লোকে ভর্তি হয়ে গেলে অন্য আর একটার দরজা খুলে দেওয়া হল । গরু ভেড়ার মত যখন কয়েকখানা মালগাড়ী বোঝাই হল তখন গাড়ী ছাড়বার সময়ও হয়ে ਏ । গাড়ি ছাড়ার পর বয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ ভাইনিং কারে এশিয়াটিকরা যেতে পারে না । এশিয়াটিক বলতে প্রকৃত পক্ষে এখানে ইণ্ডিয়ান, আরব এবং সোমালীr'/'ব বুঝায়। ষে সকল আরব ইউরোপীয় পোশাকে এসেছিল ত’ :- কিন্তু ইউরোপীয়দের সংগেই বসবায় অধিকার পেয়েছিল। এদিকে আরবদের মধ্যে সাদা আরবিই বেশি। সাদা আরবদের শুধু নাকটাই ইহুদীদের মত। তাদের অন্যান্য অবয়ব ইউরোপীয়ানদের মতই। আফ্রিকাতে ইহুদীৱা শ্বেতকায়দের কাছে সমান ব্যবহার পায়। গাড়ি ক্রমেই গতি বাড়িয়ে আগিয়ে চলল। আমি দু-দিকের দৃশ্যাবলী দেখতে লািগলাম। কতক্ষণ পর নীরবতা ভংগ করে একজন छम्र झूठे ऐeष्क अ६ নিগ্রো বয় আমার কম্পার্টমেণ্টে এসে জিজ্ঞাসা ক্লৱণু সকাল বেলা আমি কি খেতে फ़ाई। cश अथवा " शांछ আমি চেয়েছিলাম বয় তা এনে দিয়ে আমারই সামনের বেঞ্চে বসবার অনুমতি চাইল। আমি তাকে বসতে বললাম। আমার খাওয়া হয়।