পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা

 ভূমিকা লিখতে হয় বলে লিখছি না। বলার বিষয়ও অনেক আছে। ১৯৪৩ খৃষ্টাব্দের এপ্রিল মাসে দেশে পৌঁছার পর সাইকেল পরিত্যাগ করে কলম নিয়ে বসেছিলাম। কায়িক পরিশ্রমী লোক যদি হঠাৎ বসে যায় তবে তার স্বাস্থ্যহানি হয় সে খবর আগে জানা ছিল না। অনেকগুলি বই লেখার পর যখন অন্ধকারের আফ্রিকা লিখতে আরম্ভ করলাম তখন বুঝলাম আমার শরীর দুর্বল হয়েছে, বিয়িক দুর্বলতা দেখা দিয়েছে, লো ব্লাড প্রেসারের জ মর অবস্থা হয়েছে। এমনি সময় এই বইখানা সমাপ্ত করতে পারলাম বলে বড়ই আনন্দিত। ভাষার ত্রুটি থাকবেই। এর জন্য ক্ষমা আমার চাইবার দরকার করে না, সকলেই আমার এসব কটি মার্জনা করেছেন এবং করবেন এ ধারণা আমার আছে। দেশবাসী। আমার কাছ থেকে ভাষার পাণ্ডিত্য চান না তারা চান আমার অভিজ্ঞতা। দেশবাসীর কাছে আমি সেজন্য কৃতজ্ঞ