পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাংগার পথে ; , , - “ বৃটিশ পূর্ব আফ্রিকার কেনিয়া প্রদেশটি যথা সম্ভব ভ্রমণ করে কেনিয়ারই সব চেয়ুে, বড় বন্দর মােস্বাসতে এসে বিশ্রাম করছিলাম। ভ্রমণের গ্লানি দু তিন দিনের মধ্যেই কমেছিল। পুনরায় পথের ডাক আমার হৃদয়তন্ত্রীতে বেজে উঠেছিল, কিন্তু মোম্বাসা ছেড়ে যাবার ইচ্ছা হচ্ছিল না। মন চাইছিল আরও কয়েক দিন শহরে থেকে আমার পূর্বপরিচিত নিগ্রেী সখীটিকে খুঁজে বের করে তাকে সংগে ময়ে আবার রওয়ানা হই। কিন্তু ঘূর হতে বের হবার ইচ্ছা হত না। শুয়ে থাকতেই ভালবাসতাম। -- ** ** সপ্তাহ অতিবাহিত হয় নি, হঠাৎপ একদিন বিকাল বেলা আমার পূৰ্বপরিচিত সাখী তারু এসে হাজির। তারু আমার সংগে কেনিয়ার অনেক স্থান ভ্রমণ করেছিলাঁ। আমি তাকে কেনিয়া ভ্রমণের মধ্যপথে বিদায় দিয়েছিলাম এবং বলেছিলাম সে যেন আমার জন্যে মােম্বাসায় অপেক্ষা করে। কেনিয়া ভ্রমণ সমাপ্ত করে মোম্বাসায় কোথায় এসে থাকিব তাও তাকে বলেছিলাম। তিন মাস পূর্বে তাকে বিদায় দিয়েছিলাম। এই তিন মাসের মধ্যেই তার শরীরে যৌবন এসে দেখা দিয়েছিল। পেটেল সমাজের ধরমশালাতে এসেই সে, আমার রুমে প্রত্নেশ করে কাছে বসল। তারপর মুখের এমনি একটা ভংগী কঙ্কল, যা BLLD BB DBS BDB DDB BDBD BDB BDDB DD DB BDS S DDD তাকে কাছে বসিয়ে নানা কথা বলে সান্থনা দিলাম, তারপর বললাম, , apa