পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরণ্যে W নিগ্রোদের পুরাতন মতবাদ গ্রহণ করার প্রত্যাগী হয়ে উঠছে। tऔीक বিদেশী লোক নিগ্রোদের জন্য প্রাইভেট স্কুল খুলতে পারে না। যদি কেউ তিন চার জন ছেলেমেয়ের বেশী।” একত্রিত করে কিছু শিক্ষা দেয় এবং মিশনারীরা সে বিষয়টা জানতে পায়। তবে শিক্ষককে আইনের কবলে ফেলতে পারে। এশিয়াটিক বিদ্বেষ নিগ্রো-অন্তরে স্থান নেবার প্রথম কারণ হ’ল আরব এবং ইউরোপীয়ানদের নিগ্রোদের প্রতি নানা রকমের কুব্যবহার। এখানকার নিগ্লোরা প্রকাশ্যেই বলে “যিনি ইলেক-টুক আবিষ্কার করেছেন, তঁর প্রতি আমরা যে সম্মান দেই এর একটু বেশি সম্মান কোনও অবতার, পয়গম্বর এসবকে দেব না।” টাবোরার এসব চিন্তাধারার মূলে রয়েছে চায়ের দোকান। এখানেই লোকে নানা রকম চিন্তাধারার বিচার করার সুযোগ এবং সুবিধা পায় । করেকজন শিক্ষিত নিগ্রো আমার আসার সংবাদ পাবা মাত্র শহরে অ্যাসে এবং নিকটস্থ গ্রামে নিয়ে যায়। গ্রামে যাবার পর আমাকে উত্তম খান্য দিয়েই সম্বৰ্দ্ধনা করা হয়েছিল। এখানকার লোক নবাগতকে উত্তম খাদ্য দিয়েই সম্বৰ্দ্ধনা করে । উত্তম খাদ্যের মাঝে মাছ এবং মাংস ব্যবহার হয় না। গরম ভাত, গরম পরটা, গরম দুধ এবং গুড়ই হল উত্তম খাদ্য। খাবার খাওয়া হয়ে গেলে নিগ্রোরা আমাকে জিজ্ঞাসা করল-তাদের শরীরের অবয়ব কি করে পরিবর্তন করতে পারে তারই একটা উপায় বলে দিতে হবে। তাদের এ বিষয়ে কিছুটা জানিবার আগ্রহ দেখে আমি আনন্দিত হয়েছিলাম এবং গল্পের ভেতর দিয়েই কি করতে হবে বুলি আসছিলাম। মহাভারতের এবং আধুনিক পুরাণে সেরূপ তথ্যের অভাব নাই। শুষ্ঠাম এবং মালয় দেশে এখনও ভারতবাসী, আরব,