পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাংগার পথে ` Փ প্লেকেই সংবাদ সংগ্রহ করতে লাগলাম। একটি ছেলে আমাকে বলেছিল, অনেক মাইল যাবার পর একথানা গ্রাম পাওয়া যাবে । এবং সে গ্রাম হতে দরকারী জিনিস কিনবার সুবিধা হবে। এরপর পথে এমন কোন গ্রাম পাওয়া যাবে না। যা হ’তে কিছু কিনতে সক্ষম হব। এই যুবক যা বলেছিল তার অনেকটা সত্য প্রমাণিত হয়েছিল, যারা আর যা কিছু বলেছিল তা একদম বাজে কথা। মিথ্যা কথা বলে বাহাদুরী অর্জন করা এটা যেন একটা ফেসন। আফ্রিকা সম্বন্ধে আফ্রিকাতেই আমাদের লোকের কাছ থেকে এত বাজে কথা শুনেছিলাম, যা না-শুনাই আমার কর্তব্য ছিল। আমি হয়ত এক দম চুপ করে বসে আছি, এমনি এমন একজন গণ্যমান্য ভদ্রলোক এসে উপদেশ দেওয়ার ভান করে নিগ্রোদের বিরুদ্ধে এমন কিছু বলতে আরম্ভ করলেন যে, নিগ্রোরা যেন মানুষই নয়, অথচ তারু আমার কাছেই বসে আমার সাহায্য করছে দেখতে পেয়েও তাদের মন উঠছিল। না । মোম্বাসা হতে টাংগা মাত্র আটান্ন মাইল অথচ সেই পথটাকে কেউ এক শতে কেউ দুই শতে পরিণত করেছিলেন। মোম্বাসা হ'তে বিদায় নিতে আমার মোট দশ দিন লেগেছিল। এই দশ দিন শুধু বসেই কাটিয়ে ছিলাম। বিদায় নিবার দুদিন আগে একজন যুবক আমার সংগে সাক্ষাৎ করেন এবং তিনিও আমার সংগে যাবেন বলে বেশ লম্ফঝাম্প করেন। কিন্তু যে দিন আমি শহর ছেড়ে চলে যাই সে দিন তিনি কোথায় ডুব দিয়েছিলেন তার সন্ধান ಸ್ತ್ರಕೌಶಿಕ পারিনি । ن আমার প্রচলিত নিয়মমতে ঘুম থেকে খুব সকালে উঠলাম। রিকারী জিনিস সাইকেলের পেছনে বাঁধলাম তারপর তারু এবং ভিত্তিয়াইট্র- তিন জনকে পেছনে রেখে রওয়ানা হলাম। আমাদের