পাতা:অন্নদামঙ্গল.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের পঞ্চতপ । ᎣᎸ আষাঢ়ে বরিষে মেঘ শিলা বজ্রাঘাত। একাসনে বসিয় রজনীদিনপাত ॥ 'শ্রাবণে দারুণ বৃষ্টি রজনী বাসৱ । একাসনে অনশনে ধ্যান নিরন্তর ॥ ভাদ্রমাসে আট দিকে পরিপূর্ণ বান। রজনী দিবস বসি একাসনে ধ্যান । আশ্বিনে অশেষ কষ্টে. করেন কঠোর। ছাড়িয়৯ আহার নিদ্র। তপ অতি ঘেণর ॥ কীর্ত্তিকে কঠোর বড় কহিবারে দায়। অনশনে দিবস রুজনী কত যায় ॥ অতিশয় উগ্র অগ্রহায়ণে নীহার । উগ্র তপ করে উগ্র কহিঙ্গত অপার ॥ পৌষমাসে দারুণ হিমানী পরকাশ। রাত্রিদিন জলে বসি নিত্য উপবাস ॥ বাঘের বিক্রম সম মাঘের শিশ্বির | রাত্রি দিন জলে বসি কম্পিতুশরীর ॥ ফাঙ্কনে দারুণ তপ করেন শঙ্কর। উদয়াস্ত অস্তোদয় করিল/বিস্তর চৈত্রের বিচিত্র তপ কহিবেক কেব। উৰ্দ্ধপদে অধোমুখে অনলের সেবা ॥ ভাবিয়া ভাবিয়া অষ্ণুভব, করি ভব। পঞ্চমুখে বিবিধ বিধানে কৈলা স্তব । অন্নপুর্ণ অন্নদাত্রী অবতীর্ণ হও । কাশীতে প্রকাশ হয়ে বিশ্বপুজ লও ।